বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১১

প্রাপ্তিসুখের গান [ক্রমাগত আপডেট]

বেশিরভাগই গানই হয় অ্যাডাম/ঈভটিজিং বা বিচ্ছেদবিরহভারের! প্রাপ্তিসুখের গান খুব বেশি নেই। সেগুলোকে তালিকায় আনার একটা চেষ্টা করছি। সময়সুযোগে লিঙ্ক দেয়া হবে।

- এ কী সোনার আলোয় জীবন ভরিয়ে দিলে : সাবিনা ইয়াসমিন
- Looks like we have made it: Shania Twain
- Annies Song: John Denver
- আজ পাশা খেলবো রে শ্যাম - ফোক
- এই রাত তোমার আমার - হেমন্ত
- দু'টি মন আর নেই দু'জনার রাত বলে আমি সাথী হবো যে- চিত্রা সিং
- তোমাকে পাবার পর বুঝেছি জীবনে যা চেয়েছি - অজ্ঞাত
- 'অনেক বৃষ্টি ঝরে, তুমি এলে' - রুনা লায়লা
- 'নিশি রাত বাঁকা চাদ আকাশে - গীতা
- "আমার স্বপ্ন যে সত্যি হলো আজ!" - লতা।
- আমি ধন্য হয়েছি ওগো ধন্য,তোমারি প্রেমেরই জন্য,...

শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০১১

বন্ধুত্ব- গান - 'নিয়ন আলোয় স্বাগতম' থেকে


বন্ধুত্ব হলো বদ্ধ জানালায়
হঠাৎ আছড়ে পড়া ঝলক বাতাস
শত না বলার কথার মাঝে
বুঝে নেয়ার আশ্চর্য ক্ষমতা

ক্রমাগত যন্ত্রের যান্ত্রিকতায়
পিষ্ট নগরবাসী পা বাড়ায়
অবাক হতে ভুলে যাওয়া মানুষের
বদ্ধ দরজায় মুক্তির গান

কোন কিশোরীর অবাক চাহনী
অথবা সলজ্জ চোখের জল
গ্রীষ্মের দুপুরের ঠাণ্ডা জলে
আনমনে ভিজিয়েছো শাড়ির আঁচল

অশান্ত পৃথিবীর বুকের শান্তির বাণী
মানুষে মানুষে এক অচিন টান
শত বাধার মুখেও টিকে আছে
চলবে প্রজন্মের এই সংগ্রাম।

বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০১১

এপিটাফের সাধ

বিখ্যাত-টিখ্যাত মানুষেরা ম্যালা সাধ আল্লাদ পূরণ করতে পারে।
নিজের এপিটাফ খানাও আগে থেকে স্বর্ণ খঁচিত কর্তে পারে!

কওন যায়না, ভাগ্যের ফেরে বিখ্যাত হইতেও পারি!
এপিটাফে লিখুম

"জনৈক আরাফাত- যে ভালো মানুষ হতে চেয়েছিলো!"

যদিও দিল্লী বহুদূর!

শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০১১

প্রহরী – কুমার বিশ্বজিৎ


কাল থেকে পৃথিবীর কোন সীমানায়
কেউ খুঁজে পাবেনা তোমায়,
রেখেছি লুকিয়ে আমি মনেরই চিলেকোঠায়
আমি ছাড়া কারও নেই সেখানে যাবার উপায়।

কেউ যদি মনে মনে থাকে তোমারই আশায়
কাল থেকে পড়বে সে বড় ধাঁধায়
কখনও বা তোমার খবর কৌশলে জেনে যায়
মন থেকে কেড়ে নেবার নেই উপায়
প্রেমেরই অধিকার আমি ছাড়া আমি ছাড়া কে বা পায়
সাধ্য আছে কার সমুখে এসে দাঁড়ায়