ওরে গান গেয়ে যা...
যা সুর দিয়ে যা...
অনেক দিনের হারানো সুর পেলাম যে আবার।
সলাজে নত আঁখি...
... দু’টি চোখ ভরে দেখি...
যে আঁখির তারায় তারায় লেখা ছিলো নামটি আমার
স্বপনের গাথা মালা পরিয়ে দিলাম কণ্ঠে যে তার।
হৃদয়ের এত আপন
যে ছিলো সুদূর গোপন
সে এসে আজ সহসা প্রাণে তুলে আনলো জোয়ার।
কী ভাষায় বলবো তারে, তুমি আমার আমি তোমার।
ওরে গান গেয়ে যা...
যা সুর দিয়ে যা...
অনেক দিনের হারানো সুর পেলাম যে আবার।
---
কিশোর কুমারের গান
---