মনে পড়ে সেই সব দিন
সেই সব ঝরে যাওয়া স্বপ্ন রঙ্গীন
সেই সব ঋতু জুড়ে ফাগুনের দিন
ভালোবাসা কী যে যাদু
কী যে মধু আছে তার পাত্রে ভরা
সকলই নতুন লাগে, নতুন এ ধরা
মধুর কী যে সে ব্যথা
না বলা কত যে কথা
চোখে চোখে চেয়ে শুধু কেটে যাওয়া দিন
মনে পড়ে সেই সব দিন...