বন্ধুত্ব হলো বদ্ধ জানালায়
হঠাৎ আছড়ে পড়া ঝলক বাতাস
শত না বলার কথার মাঝে
বুঝে নেয়ার আশ্চর্য ক্ষমতা।
ক্রমাগত যন্ত্রের যান্ত্রিকতায়
পিষ্ট নগরবাসী পা বাড়ায়
অবাক হতে ভুলে যাওয়া মানুষের
বদ্ধ দরজায় মুক্তির গান
কোন কিশোরীর অবাক চাহনী
অথবা সলজ্জ চোখের জল
গ্রীষ্মের দুপুরের ঠাণ্ডা জলে
আনমনে ভিজিয়েছো শাড়ির আঁচল।
অশান্ত পৃথিবীর বুকের শান্তির বাণী
মানুষে মানুষে এক অচিন টান
শত বাধার মুখেও টিকে আছে
চলবে প্রজন্মের এই সংগ্রাম।