নামকরণ নিয়ে যে খেলা চলছে তা নিয়ে আর না বলি। সব্বাই জানে। মাশা-আল্লাহ। এই সরকার যদি আগামী বার না আসে, তাহলে আবার সবকিছু আবার পরিবর্তন হবে। আসলে একই থাকবে। কিন্তু একসময় পরিবর্তন হবেই। এটাকেই বোধহয় গতিশীলতা বলে। শুধু আমরা ম্যাঙ্গো-পিপল কামড়াকামড়ি করেই কাটাবো। সময় হলেই আবার সব ভুলে যাবো। সাধু!
আসুন সপ্তাহে দিনের নামগুলোও পরিবর্তন করে ফেলি!
রবিবার – মুজিব বার
সোমবার – জিয়া বার
মঙ্গলবার – হাসিনা বার
বুধবার – খালেদা বার
বৃহস্পতিবার – জয় বার
শুক্রবার – তারেক বার
শনিবার – শনিবার-ই থাকলো। জনগণের কপালে ‘শনি’ বহাল থাকলো!
----------------------------------------------------------------------------
সরকার নাম পরিবর্তন করে দেশের উন্নতি সাধন করছে!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন