রবিবার, ২১ মার্চ, ২০১০

ভাবনা - ২১ মার্চ ২০১০

ভালো কিংবা খারাপ
হয়তো খারাপ বাদ দিলাম
পুরোটা খারাপ বাদ দিতে পারি কি?
পারিনা, তবে চেষ্টা করতে পারি।
চাই কি?

আর ভালো’র মধ্যেও
আরও কিছু বাদ দিতে হবে।
দিতে হবেই।
সময় অল্প...

শুধুমাত্র মাটি দিয়েই নাকি আদম সন্তানের চাহিদা পূরণ সম্ভব।

বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০১০

♫ ♫ ♫ ভালোবাসি বলেই ভালোবাসি বলিনা।

ভালোবাসি বলেই ভালোবাসি বলিনা।

.
দু’চোখের বরষ হয়ে মিশে আছো তাই

তোমারে খুঁজিতে তাই নয়ন মেলিনা

.
জীবন মরুভূমে একাকী তরুর মত

অসহায় শাখা মেলে আকাশে চেয়েছি কত

বরষার মত এলে

ভরে দিলে ফুলে ফলে

শিকড়ে মিশেছো বলেই তাই চলিনা।

.
নদী কুলু কুলু জানে

বনানীও মর্মরে

হৃদি জানে স্পন্দনও

আঁখি ঝরঝর ঝরে

ভাষাহীন ভাষা দিয়ে

হৃদয়ে ভরেছো হিয়ে

কথার ছলনা দিয়ে তাই চলিনা ...

.
ভালোবাসি বলেই ভালোবাসি বলিনা

দু’চোখের বরষ হয়ে মিশে আছো তাই

তোমারে খুঁজিতে তাই নয়ন মেলিনা।

.

[হৈমন্তি শুক্লা'র গান]

বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০১০

♫ ♫ ♫ রাজশ্রী – ৪ ♫ ♫ ♫

আজ থেকে এক হাজার শীত-বসন্ত শেষে

এই পথেই যদি আসি আবার ...

সঙ্গে সেই স্মৃতি ভার

রঙচটা সেই গীটার

সেই অহংকার আগুন, সেই জোয়ার

হয়তো সব থাকবে সেই আগেকার মতই

পাবো কী দেখা রাজশ্রী তোমার? ...

হয়তো পথের ধারে, পাবো বারে বারে

আমার শৈশব কৈশোর মলিন

পাবো মায়ের আঁচল, প্রিয়া বধুর কাজল

অগভীর ধানসিঁড়ির দিন প্রতিদিন

থাকলে একলা চলা, নয়তো সঙ্গে বলা

থাকবে হাজার পাগলামী আমার

হয়তো সব থাকবে সেই আগেকার মতই

পাবো কী দেখা রাজশ্রী তোমার? ...

হয়তো সন্ধ্যা এসে, প্রকৃতির আদেশে

নিথর কৃষ্ণ নীল রঙ ছড়াবে

হরবোলা এক পাখি থামিয়ে ডাকাডাকি

হঠাৎ স্তব্ধতার গান শোনারবে

ফিরবো সেই পথেই আবার, সঙ্গে সাত সাগর বাধার

সঙ্গে সেই স্থির মন ঢেউ গোনার

হয়তো সব থাকবে সেই আগেকার মতই

পাবো কী দেখা রাজশ্রী তোমার? ...

আজ থেকে এক হাজার শীত-বসন্ত শেষে

এই পথেই যদি আসি আবার ...

[নচিকেতার গান]