আজ থেকে এক হাজার শীত-বসন্ত শেষে
এই পথেই যদি আসি আবার ...
সঙ্গে সেই স্মৃতি ভার
রঙচটা সেই গীটার
সেই অহংকার আগুন, সেই জোয়ার
হয়তো সব থাকবে সেই আগেকার মতই
পাবো কী দেখা রাজশ্রী তোমার? ...
হয়তো পথের ধারে, পাবো বারে বারে
আমার শৈশব কৈশোর মলিন
পাবো মায়ের আঁচল, প্রিয়া বধুর কাজল
অগভীর ধানসিঁড়ির দিন প্রতিদিন
থাকলে একলা চলা, নয়তো সঙ্গে বলা
থাকবে হাজার পাগলামী আমার
হয়তো সব থাকবে সেই আগেকার মতই
পাবো কী দেখা রাজশ্রী তোমার? ...
হয়তো সন্ধ্যা এসে, প্রকৃতির আদেশে
নিথর কৃষ্ণ নীল রঙ ছড়াবে
হরবোলা এক পাখি থামিয়ে ডাকাডাকি
হঠাৎ স্তব্ধতার গান শোনারবে
ফিরবো সেই পথেই আবার, সঙ্গে সাত সাগর বাধার
সঙ্গে সেই স্থির মন ঢেউ গোনার
হয়তো সব থাকবে সেই আগেকার মতই
পাবো কী দেখা রাজশ্রী তোমার? ...
আজ থেকে এক হাজার শীত-বসন্ত শেষে
এই পথেই যদি আসি আবার ...
[নচিকেতার গান]
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন