শনিবার, ৩১ ডিসেম্বর, ২০১১

মনে পড়ে সেই সব দিন


মনে পড়ে সেই সব দিন
সেই সব ঝরে যাওয়া স্বপ্ন রঙ্গীন
সেই সব ঋতু জুড়ে ফাগুনের দিন

ভালোবাসা কী যে যাদু
কী যে মধু আছে তার পাত্রে ভরা
সকলই নতুন লাগে, নতুন এ ধরা
মধুর কী যে সে ব্যথা
না বলা কত যে কথা
চোখে চোখে চেয়ে শুধু কেটে যাওয়া দিন
মনে পড়ে সেই সব দিন...


শুক্রবার, ১৪ অক্টোবর, ২০১১

আজ মিলন তিথীর পূর্ণিমা চাঁদ

“আজ মিলন তিথীর পূর্ণিমা চাঁদ ঘোঁচায় অন্ধকার।
ওরে গান গেয়ে যা...
যা সুর দিয়ে যা...
অনেক দিনের হারানো সুর পেলাম যে আবার।
সলাজে নত আঁখি...
... দু’টি চোখ ভরে দেখি...
যে আঁখির তারায় তারায় লেখা ছিলো নামটি আমার
স্বপনের গাথা মালা পরিয়ে দিলাম কণ্ঠে যে তার।
হৃদয়ের এত আপন
যে ছিলো সুদূর গোপন
সে এসে আজ সহসা প্রাণে তুলে আনলো জোয়ার।
কী ভাষায় বলবো তারে, তুমি আমার আমি তোমার।
ওরে গান গেয়ে যা...
যা সুর দিয়ে যা...
অনেক দিনের হারানো সুর পেলাম যে আবার।


---
কিশোর কুমারের গান
---

রবিবার, ৮ মে, ২০১১

বুদ্ধি

ভুলেই গিয়েছিলাম
যে
আমি বুদ্ধিমান
ওহ!
সেটা অবশ্য এ পর্যন্ত
যা যা করেছি

যা করিনি
সেটার উপর নির্ভর করেই
বলেছে কেউ
যা যা করবো
এবং যা যা করবোনা
সেটার উপর
নির্ভর করে নয়।

"মনে থাকে যেন!"

সোমবার, ২৮ মার্চ, ২০১১

বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০১১

রাগ

চোরের উপর রাগ করে মাটিতে ভাত খাই। 
শুধু রাগটা কমে এলেই ভাতগুলো বিস্বাদ লাগে। 

বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১১

প্রাপ্তিসুখের গান [ক্রমাগত আপডেট]

বেশিরভাগই গানই হয় অ্যাডাম/ঈভটিজিং বা বিচ্ছেদবিরহভারের! প্রাপ্তিসুখের গান খুব বেশি নেই। সেগুলোকে তালিকায় আনার একটা চেষ্টা করছি। সময়সুযোগে লিঙ্ক দেয়া হবে।

- এ কী সোনার আলোয় জীবন ভরিয়ে দিলে : সাবিনা ইয়াসমিন
- Looks like we have made it: Shania Twain
- Annies Song: John Denver
- আজ পাশা খেলবো রে শ্যাম - ফোক
- এই রাত তোমার আমার - হেমন্ত
- দু'টি মন আর নেই দু'জনার রাত বলে আমি সাথী হবো যে- চিত্রা সিং
- তোমাকে পাবার পর বুঝেছি জীবনে যা চেয়েছি - অজ্ঞাত
- 'অনেক বৃষ্টি ঝরে, তুমি এলে' - রুনা লায়লা
- 'নিশি রাত বাঁকা চাদ আকাশে - গীতা
- "আমার স্বপ্ন যে সত্যি হলো আজ!" - লতা।
- আমি ধন্য হয়েছি ওগো ধন্য,তোমারি প্রেমেরই জন্য,...

শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০১১

বন্ধুত্ব- গান - 'নিয়ন আলোয় স্বাগতম' থেকে


বন্ধুত্ব হলো বদ্ধ জানালায়
হঠাৎ আছড়ে পড়া ঝলক বাতাস
শত না বলার কথার মাঝে
বুঝে নেয়ার আশ্চর্য ক্ষমতা

ক্রমাগত যন্ত্রের যান্ত্রিকতায়
পিষ্ট নগরবাসী পা বাড়ায়
অবাক হতে ভুলে যাওয়া মানুষের
বদ্ধ দরজায় মুক্তির গান

কোন কিশোরীর অবাক চাহনী
অথবা সলজ্জ চোখের জল
গ্রীষ্মের দুপুরের ঠাণ্ডা জলে
আনমনে ভিজিয়েছো শাড়ির আঁচল

অশান্ত পৃথিবীর বুকের শান্তির বাণী
মানুষে মানুষে এক অচিন টান
শত বাধার মুখেও টিকে আছে
চলবে প্রজন্মের এই সংগ্রাম।

বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০১১

এপিটাফের সাধ

বিখ্যাত-টিখ্যাত মানুষেরা ম্যালা সাধ আল্লাদ পূরণ করতে পারে।
নিজের এপিটাফ খানাও আগে থেকে স্বর্ণ খঁচিত কর্তে পারে!

কওন যায়না, ভাগ্যের ফেরে বিখ্যাত হইতেও পারি!
এপিটাফে লিখুম

"জনৈক আরাফাত- যে ভালো মানুষ হতে চেয়েছিলো!"

যদিও দিল্লী বহুদূর!

শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০১১

প্রহরী – কুমার বিশ্বজিৎ


কাল থেকে পৃথিবীর কোন সীমানায়
কেউ খুঁজে পাবেনা তোমায়,
রেখেছি লুকিয়ে আমি মনেরই চিলেকোঠায়
আমি ছাড়া কারও নেই সেখানে যাবার উপায়।

কেউ যদি মনে মনে থাকে তোমারই আশায়
কাল থেকে পড়বে সে বড় ধাঁধায়
কখনও বা তোমার খবর কৌশলে জেনে যায়
মন থেকে কেড়ে নেবার নেই উপায়
প্রেমেরই অধিকার আমি ছাড়া আমি ছাড়া কে বা পায়
সাধ্য আছে কার সমুখে এসে দাঁড়ায়

সোমবার, ২৪ জানুয়ারী, ২০১১

দু'টি অণু ভাবনা ২৪০১১১

১.
"কিছু কিছু মানুষের মনস্তাত্বিক পরিপক্কতায় সত্যিকারের হিংসে বোধ করি। যেন তারা আগেই একটা খসড়া জীবন কাটিয়ে এসেছে! আর এখন যেন ফাইনাল পরীক্ষায় পূর্ণ প্রস্তুত।"
২.
"নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস
ওপারেতে সর্বসুখ আমারো বিশ্বাস।
নদীর ওপার বসি দীর্ঘশ্বাস ছাড়ে
কহে, যাহা সুখ কিছু সকলই ওপারে।"

...পারাপার না করিয়া নদীর মাঝে চরে দাঁড়াইয়া থাকা মধ্যপন্থা হিসাবে খারাপ নয় বলিয়া বোধ হয়। চর না থাকিলে পানিতেই ডুব!

মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০১১

অহেতুক ভাবনা

রোকেয়ার সাথে
----------------
বেগম রোকেয়াকে ভাবি। পড়ি তার জীবনী ও লেখনী। যতই পড়ি আর ভাবি, মনে হয় জনাব সাখাওয়াত হোসেনের কনিষ্ঠাঙ্গুলের সমকক্ষ হবার যোগ্যতাও হয়তো রাখিনা। একটা 'আলো'কে ধারণ করতে 'আলোদানী'র সক্ষমতার অবদান ভুললে চলবে কী করে?

ফাঁকা-তে
---------
বাসটা যখন ভরে আসে, অনেক দূর পথ ধরে- লাইনে টিকিট কেটে দাঁড়িয়ে থাকা আমাদের চোখগুলো চাতকের চোখ হয়ে উঠে। দরজা দিয়ে যখন আমাদের ঢুকিয়ে দেয়া হয়, কিছু তারপরও রয়ে যায় বাইরে। আমিও থাকি। পিছনের দিকে দাঁড়িয়ে থাকা অ-ঘনসন্নিবিষ্ট দু'জনের মাঝে আমার চোখ নিজেকে খুঁজে পায়- কল্পনায়। বাস্তবে পরের বাসের জন্য অপেক্ষামাত্র।

ছাইলন
-------
যে কর্মজীবী মেয়েটা মাথায় করে ছাই বিক্রি করে- তাকে আমি চিনিনা, খেয়াল করে দেখিনিও। বেশ চিক্ষ্ণস্বরে ছাই বিক্রি করে। আমার কাছে জনৈক ফেরিওয়ালা বই সে অন্য কিছু নয়। পাশের বাড়ির শিশুটি যেন দেবশিশু- শব্দ শিখেছে অনেক, কথা শেখেনি। কোলে, পিঠে এবং অবশেষে কাঁধে নিলেই অদ্ভুত স্বরে নকল করে - ছাইলন! ফেরিওয়ালার ছাই আমার বাসনের ময়লা কাটায় না, কিন্তু দেবশিশুর হাস্যরসও কেন মনের ময়লা কাটায় না?

শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০১১

আমি যারে চাইরে

আমি যারে চাই রে
আমি যারে পেয়েও না পাই রে
আমি যারে পেয়েও হারাই রে
কেন তারে এখনও চাই রে

মেঘ জমে আকাশে
ঝড় ওঠে বাতাসে
নাও আছে, মাঝি নাইরে

ঝিঁঝি ডাকা রাতে
কেউ নেই সাথে
আমি একা জেগে বসে রই রে

গানঃ ভূমি

শুক্রবার, ৭ জানুয়ারী, ২০১১

জুমা শেষে

প্রত্যেক জুমা'র নামাজের শেষে মোনাজাতে আমার একটা অদ্ভুত অনুভূতি হয়।

সবাই হাত তুলে জগতের সব নিপীড়িত মানুষ বিশেষত মুসলিমদের জন্য দু'আ করি। নিজেদের ভালোর জন্য দু'আ করি। অনেক নির্দিষ্ট দু'আও করি। কিন্তু, আসলে দেখা যায় কিছুই হয়না।

ইমামের সুরে একটাও কি মুমিন মুসলমানও 'আমীন' বলেনা? মুমিনের দু'আ নাকি কবুল হয়! নাকি এই দু'আ জমা থাকে সৃষ্টিকর্তার ব্যাঙ্কে- যেখান থেকে পরে সুদে-আসলে ফেরত দেয়া হবে?

কি জানি- কঠিন অসুখে আমার পা কেটে ফেলতে হবে- এমন অবস্থায় যে টাকার দরকার। পরে পা কেটে ফেলার পর মহামূল্যবান পেডিকিউর ক্রিমের টাকা পেলে কি হবে?

শাস্ত্রে বলে, তোমাদের জন্য কি মঙ্গল, আর কি অমঙ্গল, তা তোমা অপেক্ষা সৃষ্টিকর্তাই ভালো জানেন।

আমার বিপথে যাওয়াতে কি মঙ্গল নিহিত?