মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০১১

অহেতুক ভাবনা

রোকেয়ার সাথে
----------------
বেগম রোকেয়াকে ভাবি। পড়ি তার জীবনী ও লেখনী। যতই পড়ি আর ভাবি, মনে হয় জনাব সাখাওয়াত হোসেনের কনিষ্ঠাঙ্গুলের সমকক্ষ হবার যোগ্যতাও হয়তো রাখিনা। একটা 'আলো'কে ধারণ করতে 'আলোদানী'র সক্ষমতার অবদান ভুললে চলবে কী করে?

ফাঁকা-তে
---------
বাসটা যখন ভরে আসে, অনেক দূর পথ ধরে- লাইনে টিকিট কেটে দাঁড়িয়ে থাকা আমাদের চোখগুলো চাতকের চোখ হয়ে উঠে। দরজা দিয়ে যখন আমাদের ঢুকিয়ে দেয়া হয়, কিছু তারপরও রয়ে যায় বাইরে। আমিও থাকি। পিছনের দিকে দাঁড়িয়ে থাকা অ-ঘনসন্নিবিষ্ট দু'জনের মাঝে আমার চোখ নিজেকে খুঁজে পায়- কল্পনায়। বাস্তবে পরের বাসের জন্য অপেক্ষামাত্র।

ছাইলন
-------
যে কর্মজীবী মেয়েটা মাথায় করে ছাই বিক্রি করে- তাকে আমি চিনিনা, খেয়াল করে দেখিনিও। বেশ চিক্ষ্ণস্বরে ছাই বিক্রি করে। আমার কাছে জনৈক ফেরিওয়ালা বই সে অন্য কিছু নয়। পাশের বাড়ির শিশুটি যেন দেবশিশু- শব্দ শিখেছে অনেক, কথা শেখেনি। কোলে, পিঠে এবং অবশেষে কাঁধে নিলেই অদ্ভুত স্বরে নকল করে - ছাইলন! ফেরিওয়ালার ছাই আমার বাসনের ময়লা কাটায় না, কিন্তু দেবশিশুর হাস্যরসও কেন মনের ময়লা কাটায় না?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন