বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০১২

জানি একদিন আমার জীবনী লেখা হবে [সতিনাথ মুখার্জি]


জানি একদিন আমার জীবনী লেখা হবে
সে জীবনী লিখে রেখো, তোমাদের গানের খাতায়

যেদিন রবো না আর তোমাদের মাঝে
যদি এই তানপুরা আর নাহি বাজে
তখন হঠাৎ যদি মনে পড়ে মোরে
গেয়ো শুধু মোর গান
যতটুকু লেখা থাকে তোমাদের স্মৃতির পাতায়।
জানি একদিন...