জানি একদিন
আমার জীবনী লেখা হবে
সে জীবনী লিখে
রেখো, তোমাদের গানের খাতায়
যেদিন রবো না
আর তোমাদের মাঝে
যদি এই তানপুরা
আর নাহি বাজে
তখন হঠাৎ যদি
মনে পড়ে মোরে
গেয়ো শুধু মোর
গান
যতটুকু লেখা
থাকে তোমাদের স্মৃতির পাতায়।
জানি একদিন...
এ জনমে আমি ওগো
তোমাদের
শুনেয়েছি গান
কখনও ভাবিনি
তবু
তোমাদের কাছে
কভু, পাবো প্রতিদান।
যাদের মুখের
হাসি মেঘে আছে ঢেকে
জীবন কাহিনী
যারা আঁখিজলে লেখে
আমার প্রেরণা
সে তো তাদেরই সে ব্যথা
আমারই গানের
সুরে তাদেরই সে ব্যাকুলতা
ঝড় হয়ে আকাশ
মাতায়।
জানি একদিন...
sob gaan ar link gula satay delay valo hoto
উত্তরমুছুন