শনিবার, ১০ মার্চ, ২০১২

গত পাঁচ তারিখ রাতে কী খেয়েছিলেন?

ছয় তারিখে _ নির্দোষ প্রশ্ন।

গত পাঁচ তারিখ রাতে কী খেয়েছিলেন?
- কেন? ভাত, মুরগীর তরকারী আর... আর... ডাল ছিলো মসুরের... লেবু নিয়েছিলাম। এই তো। পানি তো ছিলোই।

সাত তারিখে _ নির্দোষ প্রশ্ন।

গত পাঁচ তারিখ রাতে কী খেয়েছিলেন?
- কেন? ভাত, মুরগীর, মসুরের. ডাল.. লেবু, পানি। এইসব।

নয় তারিখে _ নির্দোষ প্রশ্ন।

গত পাঁচ তারিখ রাতে কী খেয়েছিলেন?
-মুরগী দিয়ে ভাত, ডাল, লেবু।



পনের তারিখে _ নির্দোষ প্রশ্ন।

গত পাঁচ তারিখ রাতে কী খেয়েছিলেন?
- মুরগীর তরকারী। দেশি মনে হয়।
ডাল ছিলো?
- ও হ্যাঁ! ছিলো ভুলে গেছিলাম।

সাতাশ তারিখে _ নির্দোষ প্রশ্ন।

গত পাঁচ তারিখ রাতে কী খেয়েছিলেন?
-ডাল দিয়ে মুরগী মেখে খেয়েছিলাম।
লেবু বা তেতুল?
- তেতুল মনে হয়।
আপনি লেবুর কথা বলেছিলেন আগে!
- হতে পারে... মনে থাকে কী? কেন?
 নাহ! আমার দরকার ছিলো বলে প্রশ্নটা করছি!
কী দরকার?
জানিনা!

পরের মাসের আটাশ তারিখে_ নির্দোষ (!) প্রশ্ন
গত পাঁচ তারিখ রাতে কী খেয়েছিলেন?
-মাছ টাছ হবে। মুরগীও খেতে পারি। এতদিনে মনে রাখিনি। মনে রাখার বিশেষ কোন কারণ ছিলো?
না এমনিই প্রশ্নগুলো করলাম...আপনি কী ভাবে আপনার কথাগুলো ঘুরিয়ে বলেন। আপনার কথার ঠিক নেই।
বিশ্বাস না হলে শুরু থেকে আবার পড়ে আসুন। 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন