শনিবার, ৩ নভেম্বর, ২০০৭

ঘুমকুমার!



মা আমাকে ডাকে কুম্ভকর্ণ । না ডেকেই বা কি করবে? ঘুমের মাঝে কিংবা ঘুম থেকে জেগে উঠার ইমিডিয়েট পর কিছুই মাথায় ঢোকেনা আমার! মা না ডাকলে সকালের নাস্তা তো বটেই, মাঝে মাঝে দুপুরের খাওয়ার কথাও মনে থাকেনা। এই অকাতর ঘুমের মাঝে কোন ফোন এলে অবস্থা কি হয় তা সহজেই অনুমেয়। একবার মোবাইলে রিসিভড কল লিস্ট ঘেটে দেখি, ৩ দিন আগে রাত ৩ টায় এক বন্ধুর কল। কিছুতেই মনে করতে পারলাম না, ওর সাথে কি কথা বলেছিলাম, তাই আবার ফোন করে জেনে নিলাম! মূল ঘটনা ২০০৩ সালের মাঝামাঝি। তখনও মোবাইল নিইনি। এই নেবো নেবো করছি। আমার বাসা থেকে ফোন আসতো সিফাতের মোবাইলে। আরো অনেক ছেলেরই ফোন ইনকামিং স্টেশন ছিলো ও তখন! বাড়তি ভাব ওর!

একদিন সন্ধ্যার সময় ঘুমিয়ে আছি। এমন সময় হন্তদন্ত হয়ে সিফাতের আগমন। আরাফাত তোমার ফোন, তোমার আব্বা লাইনে। ঘুমের ঘোর না ভাংতেই ফোনটা কানে লাগাই।

হেলো, আসসালামু-আলাইকুম

ওয়া-আলাইকুমুস-সালাম, শরীর কেমন এখন?

ভালো।

জ্বর কত এখন?

১০০ এর নিচে।

শরীরের যত্ন নিও।

আচ্ছা।

পড়ালেখা কেমন হচ্ছে?

ভালোই।

টাকা লাগবে আরো?

না।

বাড়ি কবে আসবা?

শীঘ্রই।

আসার সময় নলছিটি হয়ে আসবা?

নলছিটি!?

হ্যাঁ

আচ্ছা ঠিক আছে।

(এতক্ষণে ঝিম কাটতে শুরু করে আমার। )

ফোনটা রেখে দিই। নলছিটি ... নলছিটি ... নলছিটি ... নামটা পরিচিত মনে হয়! পিতা-পরমাত্মা তো সেখানে যেতে বললেন! কিন্তু কোথায় সেটা? আমার দেশের বাড়ি তো কুষ্টিয়া। আশেপাশে কি কোথাও এমন জায়গা আছে? সহসাই মনে পড়লো নলছিটি বৃহত্তর বরিশালে! ঢাকা থেকে কুষ্টিয়ার অপোজিট ডিরেকশনে! কিন্তু পিতাজী কেন ওখানে যেতে বলবেন? ওখানে তো আমাদের কোন আত্মীয় থাকেনা!

ধোঁয়াশা কেটে গিয়ে আলো ফুটতে শুরু করে আস্তে আস্তে! শংকিত ও বিব্রত হই একই সাথে! এতক্ষণ আমি আসলে বন্ধু শাওনের বাবার সাথে কথা বলেছি!!! বাসায় শাওনকে আরাফাত নামে ডাকে। সিফাতের কাছে ওর বাবা ফোন করে আরাফাতকে চাওয়ায় সিফাত নিজের অজান্তেই ফোনটা দিয়েছে আমাকে! ফলে যা হবার তাই হয়েছে! পৌনে দুই আর সোয়া তিন মিলে পাঁচ হয়েছে!

আমি ঘুমিয়ে ছিলাম। ঘুমিয়ে থাকলে আমার কি অবস্থা হয় সেটা তো আগেই বলেছি! আমাকে না হয় মাফ করা যায়। কিন্তু আংকল তো জেগেই ছিলেন! নিজের ছেলে না অন্যের ছেলে চিনতে পারলেননা!? অবশ্য ঘুমিয়ে থাকলেও আমার একটু একটু সন্দেহ হচ্ছিলো...ওপাশে হয়তো আমার আব্বা নেই!

কিন্তু আপনিই বলুন, কখনও কি জিজ্ঞাসা করা যায়, আপনি কি আমার আব্বা বলছেন???

২টি মন্তব্য:

  1. * ZONOiKO
    * Offline

    পরে আংকেল শাওনকে ‘কিঞ্চিত’ তিরস্কার করেছেন! ফোনে ঠিক মত কথা না বলার কারণে! হে হে হে! উনি এখনও মূল ঘটনা জানেননা! শাওন তাঁকে বলতে আর সাহস করেনি পরে!!!

    Saturday November 3, 2007 - 01:28pm (BDT) Remove Comment

    * 3m0n
    * Offline IM

    হা হা হা হা হা হা হা হা
    "আপনি কি আমার আব্বা বলছেন ?? "এই কথা টায়
    জটিল মজা পাইলাম। আরাফাত ভাই, তোমার তুলনা নাই।

    Saturday November 3, 2007 - 12:56am (PDT) Remove Comment

    * shanta
    * Offline

    bola jethei pare. ami hole thiki boltam"hello abbu naki?"

    Saturday November 3, 2007 - 01:49am (PDT) Remove Comment

    * Naz
    * Offline

    Taile uncle je jigas korlo "jor ekhn koto?" oitar uttor dilen ken?

    Saturday November 3, 2007 - 04:42pm (BDT) Remove Comment

    * ~~OaS…
    * Offline

    তোমার ভবিষ্যত নিয়ে আমি শংকিত!

    Saturday November 3, 2007 - 05:07pm (BDT) Remove Comment

    * Ifty[…
    * Offline IM

    Ami kintU ekbar amar abbu ke jiggasa korchilam..."Abbu bolchen kina"!! :P
    So etA konO somossa na!!! =))

    Sunday November 4, 2007 - 01:43am (EST) Remove Comment

    * T.W.I…
    * Offline

    well.. ghume thakle erokom hotei pare... ami to ghum theke ute nijer nam o mone korte parina onek shomoi :P
    But, problem ta to uncle er.. jege theke onner shontan ke nijer shontan mone kore kotha bole!... so funny indeed :D

    Saturday November 3, 2007 - 10:47am (CDT) Remove Comment

    * sefat
    * Offline

    arek diner kotha ami nai ba bollam....... :P

    Saturday November 3, 2007 - 09:53pm (BDT) Remove Comment

    * shorn
    * Offline

    very interesting hahaha,

    Monday November 5, 2007 - 11:28pm (CST) Remove Comment

    * Liza
    * Offline IM

    hayre ghummmmmmm!!! kumvokornoo namtai jothartho hobe apnar jonno. onek valo laglo apnar blog pore, besh kichudin pore haslam pran khule.

    Tuesday November 6, 2007 - 11:45pm (BDT) Remove Comment

    * sadia
    * Offline

    emon vai thik bolchen, vaijan tmr tulona tmi e. r tareq vaijan arekdiner kon ghotona bolte gieo bolte chaccen na ! :)) :))

    Thursday November 8, 2007 - 10:53pm (BDT) Remove Comment

    * ~~ স্…
    * Offline

    bhaiyaaaaaaaaaaaaaaaaaaa...
    amaro eki kahani.. ami naki ghmer moddhe khub shundor kore kotha boli..and ami ei tottho jani na... and roz ghum theke uthe phn er incoming r outbox chQ kori..
    and aminaki ghumer moddhe khub dhoirjo niye prb er soln dite pari.. which includis pc related prbz to design solnzzz and they all seemed good... but the prb is.. ami amare ghumer moddhe phn korte pari na :P

    Saturday November 10, 2007 - 01:42am (BDT) Remove Comment

    * পাগলা…
    * Offline

    ossssadharon hoise.........................khub moja paisi.lekhata pore

    Sunday December 2, 2007 - 03:05pm (EST) Remove Comment

    উত্তরমুছুন