-
গতকাল সন্ধ্যার মরা আলোয়,
শাহবাগের ফুলের দোকানগুলোর সামনে দিয়ে
হেঁটে আসার সময়,
সুবাসে মাতোয়ারা ব্যক্তিটি আমিই ছিলাম, এরকম নিরস মানুষও
অজানা গন্তব্যের আশায় কিংবা আশঙ্কায়
নেচে উঠে। আত্মার আত্মীয়া খোঁজে, মনে মনে!
কিন্তু দু’কদম বাড়তি এগিয়েই
আবার...
অফিস শেষে ঘরে ফেরা অসহ্য গরমে অতীষ্ট-বিরক্ত,
ঘর্মাক্ত শরীরে-পোষাকে
সেই ছা-পোষা নিপাট ভদ্রলোক!
সেটাও আমি।
যার চিন্তাগুলো আবার আবর্তন করে বৈষয়িক ভাবনায়!
- -----------------------------------------------------------------------------
গতকাল শাহবাগ পুষ্পবিপণীর সামনে দিয়ে টিএসসি যাবার পথে, হঠাত করেই অনুভুতিটা হারিয়ে গিয়েছিলো। মনের গহীনে ভেসে ওঠা দু’টি সরল বাক্যকে অবিন্যস্ত ভাবে ভেঙ্গেই লিখে ফেললাম! ভঙ্গুর এই শব্দসমষ্টিকেই অনেকেই নাকি গদ্যকবিতা বলেন। তবে এটি কবিতা নয়, প্রলাপ মাত্র! অনেক দিন কিছু লেখা হয়নাতো!
বৃহস্পতিবার, ১২ জুন, ২০০৮
Entry for June 12, 2008
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন