রবিবার, ১৩ ডিসেম্বর, ২০০৯

এমনই

সুউচ্চ ভবনের ছাদে উঠলে, চিলের পাখার উপরের ভাগ আমাকে টানে, মনে হয় আমিও ডানা ভাসিয়ে দিই। তার মত। নিচের সবুজ ঘাসের আহবান কে মনে হয় শান্তিঘুমের বিছানা। এখুনি নিজেকে মিলিয়ে দিই সেখানে। উচ্চতার আবাহন হয়তো এমনই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন