সোমবার, ১৪ ডিসেম্বর, ২০০৯

♫ ♫ ♫ হঠাৎ খুব মেঘ করেছে ...


গানটার ভিতর ডুবে গেছি। শুধু শুনছি আর শুনছি।
শীতের কুয়াশার চাদরে অবোধ্য বৃষ্টিবিলাস।
ভালো নয়। ভালো। ভালো নয়।

------------------------------------

হঠাৎ খুব মেঘ করেছে ...
হঠাৎ খুব মেঘ করেছে, বৃষ্টি নামবে চারধার
এমন দিনে শুধু বলা যায়, তোমাকে বড্ড দরকার
বাইরে খুব মেঘ করেছে ...

কদম ফোটা শেষ হয়েছে, বাতাসে শিউলীর গন্ধ
কদম ফোটা শেষ হয়েছে, বাতাসে শিউলীর গন্ধ
অথচ দেখো এমন দিনে, তোমার দরজা বন্ধ।
বাইরে খুব মেঘ করেছে ...

সন্ধ্যে নামছে একটু পরে, সূর্যটা খুন হবে
বুকের ভিতর হাজার নদী, বাইরে বৃষ্টি পড়ে।
চৌদিক থেকে বান ছুটে এসে, ভাঙছে আমার ঘর দুয়ার
বলছে বাঁধছে তবুও বলে যাই, তোমাকে খুব দরকার।

বাইরে খুব মেঘ করেছে ... বৃষ্টি নামবে চারধার
এমন দিনে শুধু বলা যায়, তোমাকে বড্ড দরকার
বাইরে খুব মেঘ করেছে ...
হঠাৎ খুব মেঘ করেছে ...

-------------------------------------
শিল্পীঃ লোপামুদ্রা মিত্র
এলবামঃ ঝড় হতে পারি

1 টি মন্তব্য: