শিরোনামহীন’এর
ভালবাসা মেঘ
কথা: জিয়া/কাঠুরিয়া
সুর : জিয়া
মেঘ ঝড়ে ঝড়ে বৃষ্টি নামে,
বৃষ্টির নাম জল হয়ে যায়
জল উড়ে উড়ে আকাশের গায়ে
ভালবাসা নিয়ে বৃষ্টি সাজায়
ইচ্ছে গুলো ভবঘুরে হয়ে, চেনা অচেনা হিসেব মেলায়
ভালবাসা তাই ভিজে একাকার, ভেজা মন থাকে রোদের আশায়
ইচ্ছে হলে ভালবাসিস, না হয় থাকিস
যেমন থাকে স্নিগ্ধ গাংচিল।
চুপি চুপি রোদ, উঁচু নীচু মেঘ, সারি সারি গাড়ি
দূরে দূরে বাড়ি......
নিভু নিভু আলো, চুপ চাপ সব কনকনে শীত
ছম ছমে ভয়......
সংলাপ সব পড়ে থাক, বৃষ্টিতে মন ভিজে যাক
ভালবাসা মেঘ হয়ে যাক।
ঘুরে ঘুরে যদি, দূরে দূরে তবু মেঘে মেঘে থাক ভালবাসা
ইচ্ছে হলে ভালবাসিস, না হয় থাকিস
যেমন থাকে স্নিগ্ধ গাংচিল।
মেঘ ঝড়ে ঝড়ে ...... জল উড়ে উড়ে .....
ভালবাসা তাই ...... ভেজা মন থাক .....
ঝিরি ঝিরি হাওয়া কৃষ্ণচূড়ায়, লাল লাল ফুলে,
ছুটে ছুটে চলা ......
আধো আলো ছায়া, গুণ গুণ গাওয়া
পুরনো দিনের গল্প বলা ......
সংলাপ সব পড়ে থাকে, বৃষ্টিতে মন ভিজে যাক
ভালবাসা মেঘ হয়ে থাক।
ঘরে ফেরা পথে, নিরবে নিভৃতে মেঘে মেঘে থাক ভালবাসা
ইচ্ছে হলে ভালবাসিস, না হয় থাকিস
যেমন থাকে স্নিগ্ধ গাংচিল।
----------------------------
কিছু কিছু গান খুব বেশি ভালো লাগে। যেমন এটা। কতবার টানা শুনেছি যে তার হিসাবের ইয়ত্তা নেই। কেন এত ভালো লাগে? কেন? কেন? কাউকে জিজ্ঞাসা করেছিলাম, ভালোবাসা কত প্রকার? বলেছিলো, যত মানুষের সঙ্গে পরিচয় ঠিক তত প্রকার। কথাটা মনে গেঁথে গেছে! আমার ভালোবাসার মানুষের সংখ্যা খুব বেশি নয়। কড়ে আঙ্গুলে গুনলে খুব বেশি দূর এগোনো যাবেনা। তবুও, তাদের কাছে চাহিদা অনেক বেশি। আবার অনেক কম।
ভালোবাসা পেতে ভালো লাগে। আবার সেটাই মাঝে মাঝে ভালো লাগেনা- যখন সেটাকে অহেতুক বাড়তি মনে হয়। কাছের মানুষদের আঁকড়ে ধরে রাখতে ভালো লাগে। আবার ছেড়ে দিতেও। যেন আবার ফিরে আসবার অপেক্ষায়।
এই গানের কয়েকটা চরণ প্রায়ই গুনগুন করি। কথোপকথনে আনি প্রায়ই।
"সংলাপ সব পড়ে থাক, বৃষ্টিতে মন ভিজে যাক
ভালবাসা মেঘ হয়ে যাক।"
বৃষ্টিতে মন ভেজাতেই হয়।ক্ষরণের বৃষ্টি, আনন্দেরও।
খুব করে ভালোবাসতে ইচ্ছে করে সবাইকে। আবার বলতেও ইচ্ছে করে,
"ইচ্ছে হলে ভালবাসিস, না হয় থাকিস
যেমন থাকে স্নিগ্ধ গাংচিল।"
অদ্ভুত দোদুল্যমানতা। হয়তো এটাকে অনুভব করি, ভালোলাগায়।
কেন মেঘ আসে হৃদয় আকাশে
উত্তরমুছুনতোমারে দেখিতে দেয়না...