বৃহস্পতিবার, ২৭ মে, ২০১০

Freedom of speech বা একটি কৌতুক

When u attack Black people, they call it racism.
When u attack Jewish people, they call it anti-semetism.
When u attack women, they call it sexism.
When u attack homosexuality, they call it intolerance.
When u attack a religious sect, they call it hate.

But when u attack the Prophet SAWS)
they call it freedom of speech!

What a joke!

---------------

ফেসবুকে বন্ধুদের স্ট্যাটাস মেসেজে এই কথাগুলো দেখছি আজ। কয়েকদিন আগে এক বন্ধুর স্ট্যাটাসে লেখা ছিলো, 'ড্র মুহাম্মাদ ডে' এক ফেসবুকের অ্যাকটিভ গ্রুপের কথা। তার আক্ষেপ ছিলো, ফেসবুক থেকে নিজেকে প্রত্যাহার করে মৌন প্রতিবাদ করবে কিনা। পাকিস্তানী গর্দভদের মত 'জানালা বন্ধ করে ভ্রমটারে রুখি' টাইপের এর নয়। যারা ফেসবুক আর ইউটিউবই বন্ধ করে দিয়েছে, শুনি মিডিয়ায়।

গ্রুপটাতে ঢুকেছিলাম, 'ফ্রিডম অব স্পিচের' ধূঁয়া তুলে যা- তা বলার প্রতিযোগিতা!

আজ দেখা এই স্ট্যাটাস মেসেজটা তাই ভবিষ্যতে এই সব অযৌক্তিক আক্রমণ সামালের জন্য তুলে রাখলাম!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন