মঙ্গলবার, ২ নভেম্বর, ২০১০

অন্ধকার সরণি ধরে শেষ হবে এ পথ চলা


অন্ধকার সরণি ধরে শেষ হবে এ পথ চলা
আসবে যেন সেই সকাল জীবনের গল্প বলা।
বারবার পরাজয়, না- শেষ কথা তো নয়
উঠবে সূর্য আসবে দিন, ধীরলয়ে পায় পায়।
স্বপ্নহীন দু’চোখ বুঝি তাই হলো আজ উতলা
আসবে যেন সেই সকাল জীবনের গল্প বলা।

রাত জাগা কোন পাখির বারতা শোনাতে চায়
সূর্যেরও দিনলিপি লেখে আঁধার আকাশ গা-য়।
অন্তহীন প্রতীক্ষা বুকে সুদূরের চন্দ্রকলা
আসবে যেন সেই সকাল জীবনের গল্প বলা।

নচিকেতা'র গান

২টি মন্তব্য:

  1. আমার ভীষণ প্রিয় ও ভালোলাগার গানগুলোর মধ্যে অন্যতম এই গানটি

    উত্তরমুছুন
  2. গানটা আমার খুব ভালো লাগে

    উত্তরমুছুন