বুধবার, ২৭ অক্টোবর, ২০১০

টুকরো পথে

১.
সামাজিক মানুষ হিসাবে নিজেকে দাবী করিনা। বরং, 'অসামাজিক' হিসাবেই 'গর্ববোধ' করি। তাই মেহমান হিসাবে কারো বাড়ি যাওয়া হয় কালেভদ্রে।
তবে, গেলে সাধারণত সেই বাসার সঙ্গে 'সম্পর্ক' ও সেখানকার 'অধিবাসী'-দের বয়সভেদে মুদি দোকান থেকে কিছু না কিছু নিয়ে যাবার চেষ্টা করি।
সেদিন গেলাম এক বাসায়।
ইচ্ছে ছিলো, দুই লিটারের কোমল পানীয় নেবার। দোকানে সেটা চাইতেই আমার হাতে জিলাপি ধরিয়ে দিলো!
বললো, নতুন দোকান উপলক্ষ্যে মিলাদের তাবারক!
তাই, মুফতে পাওয়া জিলাপি নিয়েই ঢুকলাম সেই বাসায়! 

২.
সকালে নাস্তা বাসা থেকে করে আসিনি। রেস্টুরেন্টে নাস্তা শেষে বিল্ এলো ২২ টাকা।
পকেটের আস্তানায় আছে পাঁচশো টাকার একটা নোট ও খুচরো ২১ টাকা।
২১ টাকা দিয়ে বললাম, ভাই পাঁচশোটাকার খুচরা করে দিলে ২২ টাকা দিতে পারতাম!
১ টাকার জন্য আমার উপর দোকানীর বিরক্তি আর রাগটা বেশ এনজয় করলাম!! 
ছোট ছোট কারণে আমার উপর মানুষের 'খেপে যাওয়া' দেখাটা 'বিনোদন' হয়ে দাঁড়িয়েছে!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন