যদি আমাকে জানতে সাধ হয়
বাংলার মুখ তুমি দেখে নিও
যদি আমাকে বুঝতে মন চায়
এ মাটির শ্যামলিমায় এসো প্রিয়।
এখানে বৃষ্টি ঝরে রিমঝিম শ্রাবণের সেতারে
তোমারই নদীর বুক কেঁপে ওঠে প্রণয়ের জোয়ারে
যদি কখনও দেখতে মন চায় আমার মনের চঞ্চলতা
তবে বরষার কোন নদী দেখে নিও।
শাপলা ফোটে যখন ঝিলের জলে
পাখিরা কুজন করে বনতলে
মনে করো সে আমার হাসি
সে আমার গান।
এখানে ঝরনা যেন যেতে চায় সুদূরে হারিয়ে
পাহাড়ি সবুজ মায়া ডাক দেয় দু’টি হাত বাড়িয়ে
যদি কখনও পৌছতে মন চায় আমায় হারাবার ঠিকানায়
তবে নিজের হৃদয়ে তুমি দেখে নিও।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন