আমি সাগরেরও নীল নয়নে মেখেছি
এই চৈতালি রাতে ফুল কঙ্কণও পরেছি
দখিনও হাতে...
বনলতা দিয়ে দোলনা বেঁধেছি আর
কণ্ঠে পরেছিই গানের অলংকার
অঙ্গে ভরেছি তোমার প্রেমেরও অপরূপ তঙ্কারে
এ মধু প্রহরে আকাশ বাসরে
দু’টি নীল তারা জ্বলছে
হয়তোবা তারা তোমার আমার স্বপ্নের কথা বলছে
তাই ভেবে আমি প্রদীপ জ্বালিয়ে আর
সরায়ে দিয়েছি মায়াবী অন্ধকার
তোমার আমার এই সুরভিত বেদনার মোহনাতে
আমি সাগরেরও নীল নয়নে মেখেছি
***
কথাঃ আবু হেনা মোস্তফা কামাল
শিল্পীঃ ফেরদৌসী রহমান
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন