ভালোবাসা ছাড়া আর আছে কী?
ভালোবাসা হলো নিঃশ্বাস এ দেহে,
নিঃশ্বাস বিনা মানুষ কখনও বাঁচে কী?
যেভাবেই হোক তাই
ভালোবাসা পেতে চাই
তার এতটুকু কণা আছে গো তোমার কাছে কী?
এ যে গো হীরের হার
একবার মেলে যার
কভু হীরার অভাব মেটে তার ভাঙ্গা কাঁচে কী?
বুঝিনা কি তার ছল
কী যে তার কৌশল
তাকে পেয়ে গেলে তার দোষগুণ কেউ বাছে কী?
এ যে গো ব্যথার সুর
ভরে গেলে এই বুক
কোন নতুন ব্যথা কেউ আর কভু যাচে কী?
ভালোবাসা আর আছে কী?
ছায়াছবিঃ
পাপ-পূণ্য
গান: কিশোর কিংবা আশা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন