নয়ন সরষি কেন ভরেছে জলে
কত কী রয়েছে লেখা কাজলে কাজলে ...
বেদনার কলি তুমি দাও ভালোবেসে বধু
ফুল ফোটানোর ছলে আমি ভরে দেবো মধু
সারা মন কেন তুমি চোখে সাজালে ...
কত কী রয়েছে লেখা কাজলে কাজলে ...
জনম সফল হবে বধু আরও ঘরে আজ
শরমের আড়ালেতে দেখা যাবে ফুল সাজ
নিশিরাতে বিরহের ও বাশি ওরে কে বাজায়
ভালোবেসে কেন বধু আজ শুধু কেঁদে যায়
সেধে সেধে কেন তুমি মরণও নিলে
কত কী রয়েছে লেখা কাজলে কাজলে
নয়ন সরষি কেন ভরেছে জলে
কত কী রয়েছে লেখা কাজলে কাজলে
***
গানটি কিশোর কুমারের। পুরো গানটি সংগ্রহে নেই বলে শোনাতে সক্ষম হলাম না। অভিজিৎ কণ্ঠে ততটা Publish Postভালো লাগেনা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন