অফিস থেকে আট টাকা দিলেই বাসায় পৌছানো যায়। খানেকটা পথ পায়ে হেঁটে এরপর কিছুক্ষণ দাঁড়িয়ে বাসে করে এসে। আবার রিকশাতেও আসা যায়। ভেঙ্গে ভেঙ্গে। সেখানে খরচ একুনে আশি টাকা। যাহাই আট, তাহাই আশি।
রিকশাতে করে আসার কারণও আছে বৈকি। প্রতিদিন তো আর এভাবে আসিনা। বাসে ঝুলে-চাপাচাপি করে ফিরতে হবে, এটা ভাবতেই খারাপ লাগে। সারাদিন অফিস করে যতটা ক্লান্ত হই, তার চেয়ে বেশি ক্লান্ত হই ফিরতি বাসযাত্রায়। বাসায় ফিরে শরীরের প্রতিটা কোষ বিশ্রাম চায়। রিকশাতে এলে বেশ তাড়াতাড়িও ফেরা যায় বটে। জ্যাম-লাগা প্রধান রাস্তার চাইতে গলিঘুপচি দিয়ে তাড়াতাড়ি ফেরা যায়। এছাড়া, রিকশা আমাকে পুরনো অনেক স্মৃতিতে নস্টালজিক করে। সব মিলিয়ে রিকশা- মন্দ নয়।
কালও এভাবে ফিরলাম বাসায়। ভালোই লাগছিলো, নাহ খুব বেশি ভালো লাগছিলো।
তবে,
গুলশান-১ এ অন্ধ ভিক্ষুক দেখে আমার বায়াত্তর টাকার কথা মনে পড়ে গেলো!
আশি মাইনাস আট সমান বায়াত্তর, নিজে একটু কষ্ট করে ঐ টাকাটা তার মত কাউকে দিলে সেটাই বেশি ভালো হত হয়তো!
ভালো লাগাটা অনেক খানি মিইয়ে গেলো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন