সোমবার, ৩০ আগস্ট, ২০১০

শৈশবের ক্কাসিদা


জাগো জাগো, জাগো রে মুসলমান
খাও সেহেরি রাখো রোজা
কমাও তোমার পাপের বোঝা
আত্মা তোমার করো গো সুন্দর হে মুমিন মুসলমান।

রোজ হাশরে রোজাও তোমার
হবে রে সাথী, করবে রে পার
রোজা হবে সঙ্গেরও সাথী
রোজা হবে গোরেরও বাতি
এলো এলো মাহে রমজান
হে মুমিনও মুসলমান!
জাগো জাগো, জাগো রে মুসলমান!
---
ছোটবেলায় খুলনাতে শোনা রমজানের ক্কাসিদা। সুরটা এখনও কানে বাজে। ভুলেই গিয়েছিলাম এর কথা গুলো। তাই বাল্যবন্ধু সাদেককে ফোন করে জানা।

বুধবার, ১১ আগস্ট, ২০১০

রাখাল

১.
প্রেরিত পয়গম্বরেরা বেশিরভাগই জীবনের কোন না কোন সময় সময় পশু চড়িয়েছেন- মানে রাখাল আর কি! পয়গম্বরদের জীবনী আগে পড়া থাকলেও এই সুক্ষ্ণ মিলটা চোখ এড়িয়ে গেছিলো আগে। আর, সেটা ‘ডিসকোভার’ করলাম সম্প্রতি। এর কারণ কী?

বেয়াড়া মানব সম্প্রদায়কে যুগে যুগে সুপথে আনার আগে, এই রাখালগিরি ছিলো তাদের জন্য ওয়ার্ম-আপ প্র্যাক্টিশ ম্যাচ বিশেষ!

ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিলো

ব্যক্তিগত একটা আশ্চর্য ঘটনা ঘটায়, গতকাল ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম এরকম...

ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিলো
ছয়মাসের পথ মর্দ ছয়দিনে গেলো...
রিকশায় চড়িয়া মর্দ সুখনিদ্রা গেলো
বারো ঘণ্টা পার করিয়া বারো হাত গেলো...

তারপর, শুরু হলো মনির ভাই ও পল্লব ভাই এর মজার কবিতার লড়াই! সাইডলাইনে বসে বেশ উপভোগ করলাম!

[মনির ভাই]

মর্দকে বিয়ে দাও ধুমধাম করে
ঘোড়াতে চড়লে যাবে এবার সে উড়ে
রিকশা চড়লে পরে থাকবে সজাগ
...ধৈর্যটা শিখে সে যে ভুলে যাবে রাগ :)

[পল্লব ভাই]

বিয়ে করার পরে মর্দ মর্দ না আর থাকে
বাঘের গর্জন নেমে আসে মিউ মিউ ডাকে
তখন সে আর রিকশা নাকি ঘোড়ার পিঠে চড়ে
...সেই খবরে বলো তবে কেয়ার কে আর করে? ;)

[মনির ভাই]


মর্দরা তো মর্দই থাকে মাদীরা হয় বাদী
সে বাঘ হোক আর বেড়ালই হোক, হবার পরে শাদী
ধৈর্য্যটা তার একটু বাড়ে, মেজাজটা যায় কমে
...রিকশা, ঘোড়া! নস্যি থোড়া! লড়তে যে হয় যমে! :)

[পল্লব ভাই]

হি হি হি হি ঠিক বলেছো, এই কথাটা মানি,
বিয়ের পরে মর্দ-যমে চলে টানাটানি।
কিন্তু তবু দিল্লী কা এই লাড্ডু স্বাদের ভারি!
...মর্দ কি আর ডরায় কভু বউয়ের খবরদারী?

মাঝে শান্ত 'র প্রশ্নঃ মর্দ তাহলে কে?

[পল্লব ভাই]

শর্তমতে মর্দ হলেন ঘোড়ায় চড়েন যিনি
বাঘের মতো গর্জনেও সিদ্ধ হবেন তিনি
তার হাকে সব ভয়ে ভয়ে ছিটকে পালায় দূরে
...ঘরে তবুও মর্দ বেড়ান বউয়ের আচঁল ধরে।

[মনির ভাই]

মর্দ যদি সাচ্চা সে হয়, বউয়ের আচল ছাড়ে
খবরদারী থাকলে ভারী, লাড্ডুতে রস বাড়ে
কাজেই যারা খাওনি কভু, খেয়েই নাহয় দেখো
...বদহজমের ভয় করোনা, বুকে সাহস রেখো :)

[পল্লব ভাই]

লাড্ডু আমি খাচ্ছি তো প্রায় বছর দুয়েক ধরে
আরও অনেক রান্না স্বাদের নিত্যই হয় ঘরে
খেয়ে খেয়ে মর্দ আমার বাড়ছে শুধুই ভুড়ি
মর্দের বউ সেই ভুড়িতে দেয় সুখে সুড়সুড়ি।
সুখে সুখে মর্দ নিজেও দু'চোখ বুজে ভাবে
...বউয়ের আদর পেলে সুখেই জীবন কেটে যাবে। ;)


ওয়াহ ওয়াহ মারহাবা!

বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০১০

Zonoiko Arafat in January & February ,2010


২০১০ এর জানুয়ারী আর ফেব্রুয়ারী অনেক গুরুত্বপূর্ণ সময়। আমার জন্য। অনুভূতি-চিন্তাচেতনাগুলোর অদ্ভুত উঠানামা। তাই ফেসবুকেও তার কতটুকু প্রভাব পড়েছে। সেটা জানার জন্যই লিখে রাখলাম স্ট্যাটাসগুলো। আমার জন্যই।

জানুয়ারী
[1 ]“Finally the Rock has returned to the Madison Square Garden!- অবশেষে পাথর ফিরে এলো পাগলার ছেলের বর্গাকার বাগানে!” [আঙড়েজি শিখতে মঞ্চায় :(]

[3] "I don't see the glass half empty or half full. I see the glass being filled by a poorly trained waiter!" :P

[4] … says, "I will rise but I refuse to shine!" :-S

♫ এই রিমঝিম ঝিম বরষা

এই রিমঝিম ঝিম বরষা
হাওয়া হিম হিম বরষা
তুমি এলে আজ মনে সহসা
পথ চলিতে যে তাই ভরসা

চেয়েছে তোমার কত সাথে যে
হাতখানি রাখি ঐ হাতে যে
মনে এলে ওগো মন হরষা
পথ চলিতে যে তাই ভরসা

হৃদয় আমার আজ বলে তাই
চোখের দেখাতে যদি নাই পাই
বাঁশি শুনেছে যে মন মনষা
পথ চলিতে যে তাই ভরসা

ঝরো ঝরো বরষার ধারাতে
স্বপ্ন যদি গো হয় হারাতে
হৃদয়ের ভরা ক্ষেত সরসা
পথ চলিতে যে তাই ভরসা
----------------------------
কাল রাতের চমৎকার বৃষ্টিতে শোনা গান। সম্ভবত শ্যামল মিত্রের গলা।

সোমবার, ২ আগস্ট, ২০১০

♫ অসাধারণ...

হুমমম...

অসাধারণ...

দখিনা খোলা বাতাসের সবটুকু স্বাধীনতা
...সীমানাহীন সাগরের সবটুকু বিশালতা
অবেলায় ঝরা বৃষ্টির সবটুকু আয়োজন
মিলিয়ে অদ্ভুত যেন তুমি কেউ একজন