সোমবার, ৩০ আগস্ট, ২০১০

শৈশবের ক্কাসিদা


জাগো জাগো, জাগো রে মুসলমান
খাও সেহেরি রাখো রোজা
কমাও তোমার পাপের বোঝা
আত্মা তোমার করো গো সুন্দর হে মুমিন মুসলমান।

রোজ হাশরে রোজাও তোমার
হবে রে সাথী, করবে রে পার
রোজা হবে সঙ্গেরও সাথী
রোজা হবে গোরেরও বাতি
এলো এলো মাহে রমজান
হে মুমিনও মুসলমান!
জাগো জাগো, জাগো রে মুসলমান!
---
ছোটবেলায় খুলনাতে শোনা রমজানের ক্কাসিদা। সুরটা এখনও কানে বাজে। ভুলেই গিয়েছিলাম এর কথা গুলো। তাই বাল্যবন্ধু সাদেককে ফোন করে জানা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন