বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০১০

Zonoiko Arafat in January & February ,2010


২০১০ এর জানুয়ারী আর ফেব্রুয়ারী অনেক গুরুত্বপূর্ণ সময়। আমার জন্য। অনুভূতি-চিন্তাচেতনাগুলোর অদ্ভুত উঠানামা। তাই ফেসবুকেও তার কতটুকু প্রভাব পড়েছে। সেটা জানার জন্যই লিখে রাখলাম স্ট্যাটাসগুলো। আমার জন্যই।

জানুয়ারী
[1 ]“Finally the Rock has returned to the Madison Square Garden!- অবশেষে পাথর ফিরে এলো পাগলার ছেলের বর্গাকার বাগানে!” [আঙড়েজি শিখতে মঞ্চায় :(]

[3] "I don't see the glass half empty or half full. I see the glass being filled by a poorly trained waiter!" :P

[4] … says, "I will rise but I refuse to shine!" :-S

[5] … is thinking about a wise status - until I find one - this will do.

[6] … is off to bed and will be taken hostage by a blanket and hopefully will be released in the morning. Good night all.

[10] বড়ই ছিরিংখলার মইধ্যে আছি..

[11] … ইজ ইন চ্যারিটি মুড অ্যাট অফিস... [নজরুলের পুলাপাইনের কথাটা বুঝতে পারার কথা! ]

[13] … “I’m fr fr fr free free free zing free free free freezing cold, even my typing is st st stuttering!” BTW, Morning!! :)

[14] "It's official, I am lazy!"

[15] "My silence doesn't mean that I don't know what's happening around me, but what's happening around me doesn't deserve my sayings!"

[16] "আমার মহান হবার সাধ জাগে, মহান হতে পারিনে ... আমি যে সাধ আহলাদ ছাড়িনে!"

[17] … is going to make sure that his eyelids don't let the light in, testing will take probably 6~7 hours. Good Night.

[18 ]is currently working on an engineering drawing on which most of informations are provided in traditional chinese letters! :-S :(

[19] … is thinking, we are experiencing GLOBAL FREEZING!

[20] "The OPTIMIST is a person who sees green light everywhere, while the PESSIMIST sees only red light, but the truly WISE person is colour blind!"

[21] … says, if you notice this notice, you will end up noticing that this notice is not worth noticing.

[22]" ... তাই দক্ষিণ খোলা জানলায়, মাঘের এই একান্ত দুপুরবেলায়, যা কিছু প্রিয় ভালো লাগা মনে পড়ে যায় ... এক দমকা হাওয়ায় ... "

[23] "If you see the teeth of a lion, Don't think that the lion is smiling at you!"

[24] "Once upon a time .... can happen anytime"

[25] There is no right, there is no wrong. There is only popular opinion"

[26]" ... ছুঁয়ে যাই আবারও হারাই .. একই আকাশের গোধূলী ... "

[27] অফিস থেকে পুরোটা পথ টানা হেঁটেই ফিরলাম বাসায়- একা- এমনিতেই ... বনানী-আমতলী-ওয়্যারলেস-গুলশান ১- মধ্যবাড্ডা-মেরুল বাড্ডা- রামপুরা ... ১ ঘণ্টা ৩৫ মিনিট ..

[28] "সহসা জাগি আধেক রাতে ... "

[30] … says, "Who 'woke up' my alarm clock?"

[31] "... কেউ হারিয়ে যাচ্ছে হতাশায়, কেউ দু'চোখে স্বপ্ন বুনছে ... কেউ নিঝঝুম রাতে নিশ্চুপ হয়ে আকাশের তারা গুনছে ..."

ফেব্রুয়ারী

[2]“... বুকের খাঁচায় একটু সাহস, কব্জির মোচড়ে অহংকার... ইচ্ছে পাগল, মনের আগল ভেঙ্গে মাতাল দরিয়া হবো পার...

[3]"মোরে ভালোবাসায় ভুলিও না .... পাওয়ার আশায় ভুলিও... "

[5] "Gift Approved!"

[5]"Reality depends on what you are willing to imagine and allow!"

[6]"কথার পিছে কথা সাজাই, আমরা কেবল একলা থাকি"

[7] নামের আগে 'আল' দেখলেই শংকিত হবেন না। কারণ, 'আল-বদর', 'আল-শামস' আর 'আল আরাফাত' একই জিনিষ নয়! :| :-S

[8] "Keeping me in mind can be dangerous..... I am mind-blowing!" :-P

[10]"Everyone's life is a story, some are just bestsellers!"

[12 ]মহাশুণ্যে কত না অসংখ্য ঝড় বয়ে যায়, সব ঝড়ের ছোঁয়াচ কী পৃথিবীতে আসে?

[18 ]Rigid about Flexibility/Flexible about Rigidity.

[20]"Wait!"

[20]"If I am impossible, exceptional .... you have many things still to do.."

[22] "কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয়না... মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাইনা? "

[24]"আধেক ঘুমে নয়ন চুমে, স্বপন দিয়ে যায়। শ্রান্ত ভালে যূথীর মালে পরশে মৃদু বায় ....বনের ছায়া মনের সাথি, বাসনা নাহি কিছু --পথের ধারে আসন পাতি, না চাহি ফিরে পিছু"

[26] রামপুরা- হাজীপুরা- চৌধুরীপাড়া- মালিবাগ- রেলগেট- বেইলিরোড- রমনা- শাহবাগ- টিএসসি- বুয়েট ক্যাম্পাস- বোর্ড অফিস হয়ে আরও পাঁচ মিনিট পুরনো ঢাকার ভিতর ... পদব্রজে চমৎকার একাকী ভ্রমণ!

[28] সেসব ব্যাপার পারিনা, জানিনা যতটা মনোকষ্ট দেয়; যেসব ব্যাপার পারি, জানি ততটা প্রশান্তি দেয়না কেন?


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন