বেশ ভালো একটা বেতনের লোভ ছেড়ে সরকারী চাকরীতে যোগদান করতে হচ্ছে। বিসিএস -এর এখনও একটু আধটু সম্মান আছে বলেই হয়তো। সরকারী চাকরীতে বেতন কম!
লোকের মত... ও ঘুষ খাবেন, বেতনের দরকার কী?
তাই বলি, দেখি যেয়ে কী হয়, তারপরে "দেখবোনে।"
তবে চকোলেট টুইস্টটা কোথায়?
এসএমএস পাওয়ার পর যখন শুনলে সরকারী চাকরীতে মাত্র ১৮০০০ হাজার টাকার বেতন, তখন?
-সে তো ভুল বলেনি!
-আর আমি জানি, সেই বেতন ওভারকাম করার ক্ষমতা আছে তোমার ও দোয়াও করি যাতে তা থাকে।
মাত্র ১৮০০০ হাজার টাকায় চলতে না পারলে বা নিজের অন্য কাজ করে চলতে পারলে... যেটাই হোকনা কেন? দুইটা কথার যেকোন একটা তো ফলবেই! আমি ঠিক একটা মনোবৃত্তি গজাবেই! এভাবেই।
একদম সহি!
মিস্টি মুখে তাই চকোলেট টুইস্ট!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন