রবিবার, ৩১ জানুয়ারী, ২০১০

♫ ♫ ♫ মনের দুয়ারে দাঁড়িয়ে থেকো না, ঘরের দুয়ারে এসো

রোমান্টিক ব্যাপার স্যাপারগুলো আমার সঙ্গে তেমন ভাবে যায়না। কিন্তু, মাঝে সাঝে বেশ কিছু রোমান্টিক গান খুব, খুব ভালো লেগে যায়। যেমন, আরতি মুখার্জি’র গানগুলো। সবারই হয়তো শোনা আছে বেশ কিছু গান। যেমন, “এই মন জোছনায় অঙ্গ ভিজিয়ে এসো না গল্প করি”... কিংবা, “তখন তোমার একুশ বছর বোধহয়।”

হঠাৎ করে আরেকটা গান খুব ভালো লেগে গেলো।

* * *

ওগো, মনের দুয়ারে দাঁড়িয়ে থেকো না, ঘরের দুয়ারে এসো,

শুধু হৃদয় নদীর ঢেউ দিয়ে আজ চোখের জোয়ারে মেশো


মনের আকাশে মেঘ জমা হলে,

বুকের মাটি যে ভেসে যাবে কত জলে

তবুও শুকনো হৃদয় প্রান্তরে তুমি শিশিরের মত মেশো

মনের দুয়ারে দাঁড়িয়ে থেকো না, ঘরের দুয়ারে এসো


শুধু প্রেরণা হয়েই সরে থাকো চাইনা তো

এত কাছে যদি এলে তবে, আজ সাড়া কেন পাইনা তো।

অনেক রাত্রি সাগরের মত কেঁদে

মেঘেদের রঙ-এ স্মৃতিকে নিয়েছি বেঁধে


দু’টি হাতের মালার সোহাগে এবার ধরা দিয়ে ভালোবেসো

মনের দুয়ারে দাঁড়িয়ে থেকো না, ঘরের দুয়ারে এসো

* * *



শুনবার লিঙ্ক- গান ১৬

শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০১০

অনুভব

".... সহসা জাগি আধেক রাতে
শুনে সে বাঁশি বাজে হিয়াতে
বাহু সিথানে কেন কে জানে?
কাঁদে গো প্রিয়া বাঁশির সনে।
কে বিদেশী বন উদাসী

বাঁশের বাঁশি বাজাও বনে ... "

--- ০ --- ০ --- ০ --- ০ --- ০ --- ০ --- ০ ---
স্বপ্নেরা ছাড়েনা পিছু, কল্পনাতীত আশা কিছু!

বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০১০

♫ ♫ ♫ উত্তর আসবে না, তুমি আসবেই আমি জানি

জানিনা কে দিয়েছিল পলাশকে তার ডাকনাম
জানিনা কতটা ঘন মেঘ হলে হবে ঘনশ্যাম
জানিনা কতটা কথা বলা হলে হবে কথকতা
জানিনা কিভাবে স্রোত ভেঙ্গে দেয় নদীর জড়তা
জানিনা ফুরাবে কবে বৃথা প্রশ্নের হয়রানি
উত্তর আসবে না, তুমি আসবেই আমি জানি।

জানিনা কোন গুণীর তান পুড়ে হল তানপুরা
জানিনা শ্রীরাঁধিকার প্রিয় ছিল কিনা রাধাচূঁড়া
জানিনা শ্যামের বাঁশি সাঁওতালি সুরে বাজে কিনা
জানিনা কঠিরার পথ মথুরার হদিস চিনিনা
জানিনা ঝুলনে হয় আজও কিনা মিঠে কানাকানি
উত্তর আসবে না, তুমি আসবেই আমি জানি।

জানিনা তথাগতর স্তব কেন দুনিয়া বোঝেনি
জানিনা জুডাস কেন ভালবেসে জিশুকে খোঁজেনি
জানিনা এ পৃথিবীর ঘাতকরা গান শোনে কিনা
জানিনা লালন শুনে ভাসে কেন বুকের আঙ্গিনা
জানিনা বিচার হলে কেন গান হয়না শুনানি
উত্তর আসবে না, তুমি আসবেই আমি জানি

জানিনা তিতুমিরের নাম কেন ব্যরিকেডে নেই
জানিনা রামপ্রসাদ কেন ফেরে ঘনিয়ে আসছেই
জানিনা সুমন তুমি কেন কৃষিকাজ যে জাননা
জানিনা মানব জমি আবাদ ফলত কিনা সোনা
জানিনা কাঁদায় কেন সহজ সুরে শয়তানি
উত্তর আসবে না, তুমি আসবেই আমি জানি।

জানিনা বয়স হলে কেন প্রেমে এত বাঁক ধরে
জানিনা হৃদয় কেন রাত জেগে পায়চারি করে
জানিনা কোন কথার কোনখানে কোন মানে হয়
জানিনা সমানে কেন মনে হয় হয়নি সময়
জানিনা গিটার কেন আমার প্রেমের রাজধানী
উত্তর আসবে না, তুমি আসবেই আমি জানি।

---- সুমনের গান

শুক্রবার, ২২ জানুয়ারী, ২০১০

♫♫♫ আমার দক্ষিণ খোলা জানলায়

আমার দক্ষিণ খোলা জানলায়
মাঘের এই অন্তরঙ্গ দুপুরবেলায়
না শোনা গান হোক পুরনো
মনে পড়ে যায়
এক দমকা হাওয়ায়
আমার দক্ষিণ খোলা জানলায় ....

খোলা জানলায়
উদার বন্ধু বাতাস
জাগায় আমার হৃদয়ে
ভালোবাসা ....
খোলা জানলায়
উদার বন্ধু বাতাস
জড়ায় মায়ায়
ভালো লাগায় ....

আমার উত্তর খোলা জানলায়
বাড়ে বয়স
যা কিছু স্মৃতি স্বত্ত্বা
কাঁপে দারুণ
বাড়ে বয়স
আমার উত্তর খোলা জানলায় ....

আমার দক্ষিণ খোলা জানলায়
মাঘের এই অন্তরঙ্গ দুপুরবেলায় ....

তাই দক্ষিণ খোলা জানলায়
মাঘের এই একান্ত দুপুরবেলায়
যা কিছু প্রিয় ভালো লাগা
মনে পড়ে যায়
এক দমকা হাওয়ায় ...


--- মহীনের ঘোড়াগুলি


Get this widget | Track details | eSnips Social DNA

বুধবার, ২০ জানুয়ারী, ২০১০

♫ ♫ ♫ আজ এই আকাশ - মাহদী

আজ এই আকাশ কালো হয়ে বৃষ্টি ঝরে তোকেই ধরে

ছন্নছাড়া হয়ে আমি খুঁজি তোরে আপন মনে

মাঝে মাঝে মনে পড়ে সেই সব দিনগুলো

তুই ছিলিনা যখন

মাঝে মাঝে কড়া নাড়ে সেই দিনগুলো

তুই ছিলিনা যখন

তুই রবি আমারি তুই ছবি আমারি

তোরে ছাড়া বাঁচি আমি কেমনে

আজ এই আকাশ কাল হয়ে বৃষ্টি ঝরে তোকেই ধরে

ছন্নছাড়া হয়ে আমি খুঁজি তোরে আপন মনে

বড় একা আমি

নিজের ছায়ার মত

শুন্যতার মত

দীর্ঘশ্বাসের মত

নিঃসঙ্গ বৃক্ষের মত

নির্জন নদীর মত

বিচ্ছিন্ন দ্বীপের মত

মৌন পাহাড়ের মত

আজীবন সাজাপ্রাপ্ত, দণ্ডপ্রাপ্ত আসামীর মত

বড় একা আমি

বড় একা

মেঘে মেঘে কত বেলা

কেটে যায় শুধু বিষাদের বেলা

তুই ছাড়া একা একা

দিন কাটেনা

স্মৃতিরও ছায়ায়

তুই রবি আমারি তুই ছবি আমারি

তোরে ছাড়া বাঁচি আমি কেমনে

আজ এই আকাশ কালো হয়ে বৃষ্টি ঝরে তোকেই ধরে

ছন্নছাড়া হয়ে আমি খুঁজি তোরে আপন মনে

***

ডাউনলোড লিঙ্ক!

রবিবার, ১০ জানুয়ারী, ২০১০

♫ ♫ ♫ আমার আঁধার ভূবণে

আমার আঁধার ভূবণে আবার কে তুমি জ্বেলেছো প্রদীপ খানি

আত্মারও তুমি পরম আত্মীয়া জানি।

আত্মারও তুমি পরম আত্মীয়া জানি।

আমার আঁধার ভূবণে...


মনের আকাশে ব্যাথার বাদল সরায়ে,

অনুরাগে তুমি দিয়েছো হৃদয় ভরায়ে

এতদিন পরে আলোর দেয়ালি,

এতদিন পরে আলোর দেয়ালি জ্বেলেছো যে তুমি জানি

আত্মারও তুমি পরম আত্মীয়া জানি।

আমার আঁধার ভূবণে...


তুমি এলে তাই, ফিরে ফিরে পাই

জীবনে চলার ছন্দ

বকুল বকুল গন্ধ

তোমার আশাতে হৃদয়ের কাছে আসাতে

বুক ভরা শুধু অকৃপন ভালোবাসাতে

তুমি তো জানোনা, আমাকে করেছো ঋণী ওগো কতখানি

আত্মারও তুমি পরম আত্মীয়া জানি।


আমার আঁধার ভূবণে আবার কে তুমি জ্বেলেছো প্রদীপ খানি

আত্মারও তুমি পরম আত্মীয়া জানি।

------------------------------------

কিশোর কুমার

ডাউনলোড লিঙ্কঃ


শুক্রবার, ১ জানুয়ারী, ২০১০

♫ ♫ ♫ - নয়ন সরষি কেন ভরেছে জলে

নয়ন সরষি কেন ভরেছে জলে

কত কী রয়েছে লেখা কাজলে কাজলে ...

বেদনার কলি তুমি দাও ভালোবেসে বধু

ফুল ফোটানোর ছলে আমি ভরে দেবো মধু

সারা মন কেন তুমি চোখে সাজালে ...

কত কী রয়েছে লেখা কাজলে কাজলে ...

জনম সফল হবে বধু আরও ঘরে আজ

শরমের আড়ালেতে দেখা যাবে ফুল সাজ

নিশিরাতে বিরহের ও বাশি ওরে কে বাজায়

ভালোবেসে কেন বধু আজ শুধু কেঁদে যায়

সেধে সেধে কেন তুমি মরণও নিলে

কত কী রয়েছে লেখা কাজলে কাজলে

নয়ন সরষি কেন ভরেছে জলে

কত কী রয়েছে লেখা কাজলে কাজলে

***

গানটি কিশোর কুমারের। পুরো গানটি সংগ্রহে নেই বলে শোনাতে সক্ষম হলাম না। অভিজিৎ কণ্ঠে ততটা Publish Postভালো লাগেনা।