আমার আঁধার ভূবণে আবার কে তুমি জ্বেলেছো প্রদীপ খানি
আত্মারও তুমি পরম আত্মীয়া জানি।
আত্মারও তুমি পরম আত্মীয়া জানি।
আমার আঁধার ভূবণে...
মনের আকাশে ব্যাথার বাদল সরায়ে,
অনুরাগে তুমি দিয়েছো হৃদয় ভরায়ে
এতদিন পরে আলোর দেয়ালি,
এতদিন পরে আলোর দেয়ালি জ্বেলেছো যে তুমি জানি
আত্মারও তুমি পরম আত্মীয়া জানি।
আমার আঁধার ভূবণে...
তুমি এলে তাই, ফিরে ফিরে পাই
জীবনে চলার ছন্দ
বকুল বকুল গন্ধ
তোমার আশাতে হৃদয়ের কাছে আসাতে
বুক ভরা শুধু অকৃপন ভালোবাসাতে
তুমি তো জানোনা, আমাকে করেছো ঋণী ওগো কতখানি
আত্মারও তুমি পরম আত্মীয়া জানি।
আমার আঁধার ভূবণে আবার কে তুমি জ্বেলেছো প্রদীপ খানি
আত্মারও তুমি পরম আত্মীয়া জানি।
------------------------------------
কিশোর কুমার
ডাউনলোড লিঙ্কঃ
ধন্যবাদ
উত্তরমুছুন