আমার দক্ষিণ খোলা জানলায়
মাঘের এই অন্তরঙ্গ দুপুরবেলায়
না শোনা গান হোক পুরনো
মনে পড়ে যায়
এক দমকা হাওয়ায়
আমার দক্ষিণ খোলা জানলায় ....
খোলা জানলায়
উদার বন্ধু বাতাস
জাগায় আমার হৃদয়ে
ভালোবাসা ....
খোলা জানলায়
উদার বন্ধু বাতাস
জড়ায় মায়ায়
ভালো লাগায় ....
আমার উত্তর খোলা জানলায়
বাড়ে বয়স
যা কিছু স্মৃতি স্বত্ত্বা
কাঁপে দারুণ
বাড়ে বয়স
আমার উত্তর খোলা জানলায় ....
আমার দক্ষিণ খোলা জানলায়
মাঘের এই অন্তরঙ্গ দুপুরবেলায় ....
তাই দক্ষিণ খোলা জানলায়
মাঘের এই একান্ত দুপুরবেলায়
যা কিছু প্রিয় ভালো লাগা
মনে পড়ে যায়
এক দমকা হাওয়ায় ...
--- মহীনের ঘোড়াগুলি
|
I is realy good I have learn more learn from this site.
উত্তরমুছুনThanks to all technical person of the site
Susil Kumar Das
susil5268@yahoo.com
thanks susil.
উত্তরমুছুনKeep in touch.