শুক্রবার, ২২ জানুয়ারী, ২০১০

♫♫♫ আমার দক্ষিণ খোলা জানলায়

আমার দক্ষিণ খোলা জানলায়
মাঘের এই অন্তরঙ্গ দুপুরবেলায়
না শোনা গান হোক পুরনো
মনে পড়ে যায়
এক দমকা হাওয়ায়
আমার দক্ষিণ খোলা জানলায় ....

খোলা জানলায়
উদার বন্ধু বাতাস
জাগায় আমার হৃদয়ে
ভালোবাসা ....
খোলা জানলায়
উদার বন্ধু বাতাস
জড়ায় মায়ায়
ভালো লাগায় ....

আমার উত্তর খোলা জানলায়
বাড়ে বয়স
যা কিছু স্মৃতি স্বত্ত্বা
কাঁপে দারুণ
বাড়ে বয়স
আমার উত্তর খোলা জানলায় ....

আমার দক্ষিণ খোলা জানলায়
মাঘের এই অন্তরঙ্গ দুপুরবেলায় ....

তাই দক্ষিণ খোলা জানলায়
মাঘের এই একান্ত দুপুরবেলায়
যা কিছু প্রিয় ভালো লাগা
মনে পড়ে যায়
এক দমকা হাওয়ায় ...


--- মহীনের ঘোড়াগুলি


Get this widget | Track details | eSnips Social DNA

২টি মন্তব্য: