রোমান্টিক ব্যাপার স্যাপারগুলো আমার সঙ্গে তেমন ভাবে যায়না। কিন্তু, মাঝে সাঝে বেশ কিছু রোমান্টিক গান খুব, খুব ভালো লেগে যায়। যেমন, আরতি মুখার্জি’র গানগুলো। সবারই হয়তো শোনা আছে বেশ কিছু গান। যেমন, “এই মন জোছনায় অঙ্গ ভিজিয়ে এসো না গল্প করি”... কিংবা, “তখন তোমার একুশ বছর বোধহয়।”
হঠাৎ করে আরেকটা গান খুব ভালো লেগে গেলো।
* * *
ওগো, মনের দুয়ারে দাঁড়িয়ে থেকো না, ঘরের দুয়ারে এসো,
শুধু হৃদয় নদীর ঢেউ দিয়ে আজ চোখের জোয়ারে মেশো।
মনের আকাশে মেঘ জমা হলে,
বুকের মাটি যে ভেসে যাবে কত জলে।
তবুও শুকনো হৃদয় প্রান্তরে তুমি শিশিরের মত মেশো
মনের দুয়ারে দাঁড়িয়ে থেকো না, ঘরের দুয়ারে এসো
শুধু প্রেরণা হয়েই সরে থাকো চাইনা তো
এত কাছে যদি এলে তবে, আজ সাড়া কেন পাইনা তো।
অনেক রাত্রি সাগরের মত কেঁদে
মেঘেদের রঙ-এ স্মৃতিকে নিয়েছি বেঁধে
দু’টি হাতের মালার সোহাগে এবার ধরা দিয়ে ভালোবেসো।
মনের দুয়ারে দাঁড়িয়ে থেকো না, ঘরের দুয়ারে এসো।
* * *
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন