সোমবার, ২৮ জুন, ২০১০

ধন্যবাদ

হরতাল প্রত্যাখ্যান করায় জনগণকে ধন্যবাদ- সরকারী দল

অথবা

হরতাল সফল করায় জনগণকে ধন্যবাদ- বিরোধী দল

অথবা

প্রদত্ত বাঁশ বুঝিয়া পাওয়ায় সরকারী ও বিরোধী দল উভয়কেই ধন্যবাদ - জনগণ


----

২৭ জুন হরতাল।

শনিবার, ২৬ জুন, ২০১০

অনুভূতি

সুখে থাকার সবচেয়ে ভালো উপায় ‘সম্ভবত’ অনুভূতির সাগরে হাবুডুবু খাওয়া অথবা অনুভূতিশুন্য হওয়া।

মাঝামাঝিতে তেমন ভালো কিছু নেই।

মঙ্গলবার, ২২ জুন, ২০১০

♫ তুমি আমার সকাল বেলার সুর


তুমি আমার সকাল বেলার সুর

হৃদয় অলস উদাস করা অশ্রু ধারাতুর

ভোরের তারার মত তোমার সজল চাওয়া

ভালোবাসার চেয়ে সে যে কান্না পাওয়া

রাত্রি শেষে চাঁদ তুমি মোর বিদায় বিধুর

তুমি আমার ভোরের ঝরা ফুল

শিশির নাওয়া শুভ্রশুচি পুজারিণীর ফুল

অরুণ তুমি, তরুণ তুমি, করুণ তারও চেয়ে

হাসির দেশে তুমি যেন বিষাদলোকের মেয়ে

তুমি ইন্দ্রসভায় মৌন বীণায় নিরব নিঠুর

---

[নজরুলের গান]

শুক্রবার, ১৮ জুন, ২০১০

ঐ যে ঝড়ের মেঘে

ঐ যে ঝড়ের মেঘে দুলে

বৃষ্টি আসে মুক্ত কেশে

আঁচলখানি দোলে ... দোলে


ওরই গানের তালে তালে

আমে জামে শিরিষ শালে নাচন লাগে

পাতায় পাতায়, আকুল কল্লোলে ...


আমার দুই আঁখি

ওই সুরে যায় হারিয়ে

সজল ধারায় ওই ছায়াময় দূরে, দূরে

ভিজে হাওয়ায় থেকে থেকে

কোন সাথী মোর যায় যে ডেকে

একলা দিনের বুকের ভিতর ব্যাথার তুফান তোলে, তোলে।


---

শাহানা বাজপেয়ী’র গলায় গান। “তোমার খোলা হাওয়া’ – নামে বের হওয়া অসাধারণ কিছু রবীন্দ্র সঙ্গীত।

রবিবার, ১৩ জুন, ২০১০

অর্জন

প্রায়ই মনে হয় অনেক দিন বেঁচেছি। অনেক। অনেক বেশি।

ফুটপাতে কুড়িয়ে পাওয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাদাকালো ছবির বইয়ে দেখা, সুঠাম কঙ্কালের ছবিগুলো এখনও চোখে ভাসে। ঝকঝকে ইউনিফর্ম। শুন্য চক্ষু-গহবর। গ্রামের পর গ্রাম উজাড় হয়ে গিয়েছিলো যুবক ছেলেদের সংখ্যা। কতই বা বয়স হতো তাদের? ১৮-১৯-২০, কিংবা তার চেয়ে সামান্য বেশি!

অনেক হলো আমার।

একুশেই বিদায় নেয়া সুকান্ত’র অর্জন কি কম?