শুক্রবার, ১৮ জুন, ২০১০

ঐ যে ঝড়ের মেঘে

ঐ যে ঝড়ের মেঘে দুলে

বৃষ্টি আসে মুক্ত কেশে

আঁচলখানি দোলে ... দোলে


ওরই গানের তালে তালে

আমে জামে শিরিষ শালে নাচন লাগে

পাতায় পাতায়, আকুল কল্লোলে ...


আমার দুই আঁখি

ওই সুরে যায় হারিয়ে

সজল ধারায় ওই ছায়াময় দূরে, দূরে

ভিজে হাওয়ায় থেকে থেকে

কোন সাথী মোর যায় যে ডেকে

একলা দিনের বুকের ভিতর ব্যাথার তুফান তোলে, তোলে।


---

শাহানা বাজপেয়ী’র গলায় গান। “তোমার খোলা হাওয়া’ – নামে বের হওয়া অসাধারণ কিছু রবীন্দ্র সঙ্গীত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন