মঙ্গলবার, ২২ জুন, ২০১০

♫ তুমি আমার সকাল বেলার সুর


তুমি আমার সকাল বেলার সুর

হৃদয় অলস উদাস করা অশ্রু ধারাতুর

ভোরের তারার মত তোমার সজল চাওয়া

ভালোবাসার চেয়ে সে যে কান্না পাওয়া

রাত্রি শেষে চাঁদ তুমি মোর বিদায় বিধুর

তুমি আমার ভোরের ঝরা ফুল

শিশির নাওয়া শুভ্রশুচি পুজারিণীর ফুল

অরুণ তুমি, তরুণ তুমি, করুণ তারও চেয়ে

হাসির দেশে তুমি যেন বিষাদলোকের মেয়ে

তুমি ইন্দ্রসভায় মৌন বীণায় নিরব নিঠুর

---

[নজরুলের গান]

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন