শনিবার, ১২ জুন, ২০১০

বুকের ভিতর বৃষ্টি পড়ে

“বুকের ভিতর বৃষ্টি পড়ে

ঝরছে তোমার, আমার ইচ্ছে

সঙ্গে তুমি নেই বলে, বৃষ্টি আমায় সঙ্গ দিচ্ছে।”

সঙ্গীতের মূল-উৎস বা ব্যকরণের জ্ঞান খুবই কম আমার। শুধু শুনি, বুঝিনা অনেক কিছুই। তবুও, সুমনের এই গানটা শুনলে মনে হয়, রাগাশ্রয়ী কিছু একটা হবে বোধহয়।

প্রথম যখন গান টা শুনি, স্কুলে পড়ি তখন। সুমনের গানের ফিতায় অনেক গান ভালো লাগতো। জাতিস্মর, ন’টায়… এরকম অনেক গান। এর মধ্যে এই গানে মাত্র ক’টা লাইন যখন প্রায় ১২ মিনিট ধরে যন্ত্রানুসঙ্গে বেজে যেতো এক তরফা। খুব বিরক্তি লাগতো। গত কয়েকবছর ধরে অবশ্য উলটো ভালো লাগছে। একাকীত্বের অখণ্ডতায় অদ্ভুত ভালো লাগা গান এখন।


গানটা নাহয় পরেই আপলোড করলাম!

২টি মন্তব্য:

  1. “বুকের ভিতর বৃষ্টি পড়ে

    ঝরছে তোমার, আমার ইচ্ছে

    সঙ্গে তুমি নেই বলে, বৃষ্টি আমায় সঙ্গ দিচ্ছে।”

    Valo laglo.

    উত্তরমুছুন