মঙ্গলবার, ৮ জুন, ২০১০

এক অচিন পাখি উড়ে উড়ে এলো



ওরে, এক অচিন পাখি উড়ে উড়ে এলো বুকের ভাঙ্গা খাঁচাতে

তারে যতন করে করে রাখবো ধরে ধরে …

এ প্রাণ বাঁচাতে রে, দাদা

এ প্রাণ বাঁচাতে…

পাখির আঁখি আকাশ পানে, মনে আশা যায় সেখানে গো

এখন খালি খাঁচা কেমনে রাখি, পাখি উড়ে গেলে দাদা

নিরুদ্দেশেতে …

---

ফোক গান শুনতে ভালোই লাগে। স্বাগত’র গলায় বেশ ভালো লাগে। অনেকগুলো এখন ঝুলছে প্লে-লিস্টে।

ইদানীং গান নিয়ে খুব বেশি লেখা হয়। নিজের মৌলিক লেখাগুলো কি হারিয়ে যাবে অচিন পাখির সঙ্গে?

না তো!

ফিরবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন