সিডি এলো - এমপিথ্রি-ফোর -ডিভিডি।
আর এখন? এক খোঁচাতেই নেট থেকে নামিয়ে নিই সব।
কোনকিছু নেটে না থাকলে মনে হয় দুনিয়াতেই ওটার অস্তিত্ব নেই।
তখন খুব করে শোনা এবি'র একটা গান।
হাসতে দেখো গাইতে দেখো
অনেক কথায় মুখর আমায় দেখো
দেখো না কেউ হাসির শেষে নিরবতা
বোঝে না কেউ তো চিনলো না
বোঝে না আমার কি ব্যাথা
চেনার মত কেউ চিনলো না
এই আমাকে ...
আমার সুরের বুকে কান্না লুকিয়ে থাকে
আমার চোখের কোনে নোনা ছবি আঁকে
আমার গল্প শুনে হয় আলোকিত উৎসব
গল্প শেষে আমি আঁধারের মতো নিরব
নিজেকে ঢেলে আমি কত সুখ দিলাম...
বোঝে না কেউ তো চিনলো না
বোঝে না আমার কি ব্যাথা
চেনার মত কেউ চিনলো না
এই আমাকে...
আমার গানে একা নির্ঘুম অনেক প্রহর
আমায় ছেড়ে জোনাকি ছেড়ে বিরাট শহর
ডাকার কথা জাগে ডাকেনি কেউ কাছে
নিঃসঙ্গ এই আমি পুড়েছি মনের আঁচে
আমার মাঝে আমি-ই যেন শুধু লুকাই
বোঝে না কেউ তো চিনলো না
বোঝে না আমার কি ব্যাথা
চেনার মত কেউ চিনলো না
এই আমাকে...
হাসতে দেখো গাইতে দেখো
অনেক কথায় মুখর আমায় দেখো
দেখো না কেউ হাসির শেষে নিরবতা...
এলবামটার নামও বেশ অদ্ভুত- "ক্যাপসুল ৫০০ মিলিগ্রাম"
|
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন