আমি সুখের বদলে দুঃখ নেবোনা, তোমাকেই পারি নিতে
আমি আমার বদলে আগুন নেবোনা, বৃষ্টির ধরণীতে।
যদি সারাদিন ধরে মেঘ চেয়ে চেয়ে ফিরেই চলে যায়
তবে স্নান করে নেবো তোমার চোখের আসন্ন বরষায়।
কত অজানা কুয়াশার মেঘ হয়ে হয়ে ডেকেছিলো বারেবার
কত অলীক চোখেরা স্বপ্ন দেখালো বৃষ্টি হয়ে যাবার
আমি ঠাঁই বসে আছি আমার পথের আঁধার সরণীতে
শুধু একেবেঁকে চলে স্বপনের ধারা আমার ধরণীতে।
যদি সারাদিন ধরে মেঘ চেয়ে চেয়ে ফিরেই চলে যায়
তবে স্নান করে নেবো তোমার চোখের আসন্ন বরষায়।
তুমি চলে যেতে পারো আকাশের বুকে যেখানে মেঘেরা শান্ত
তুমি মুড়ে দিতে পারো বর্ষাতি দিয়ে মেঘেদের জলপ্রান্ত
আমি চোখ বুজে বুজে ভেবে নেবো আজ আকাশের শার্শিতে১
আসেনি মেঘেরা আমাকে ভেজাতে, আসেনি আমাকে নিতে
যদি সারাদিন ধরে মেঘ চেয়ে চেয়ে ফিরেই চলে যায়
তবে স্নান করে নেবো তোমার চোখের আসন্ন বরষায়।
[ত্রিমাত্রা'র গান- 'বৃষ্টির ধরণী', অনেক আগে কোন এক বৃষ্টিবিধৌত বিকেলে প্রথম শুনেছিলাম রেডিও-তে। ভালো লেগেছিলো। এখনও লাগে। এছাড়া, গান পোস্ট করার অনেক সুবিধে। তেমন ভাবনা চিন্তা করা লাগেনা। এমনিতেই অন্য ভাবনার পাহাড়ে চাপা। নতুন ভাবনার ইচ্ছে নেই। এখন।]
দুঃখপ্রকাশ: '১' চিহ্নিত শব্দটা ঠিক ঠাহর করতে পারিনি শুনে। সংশোধন আন্তরিকভাবে গ্রহণযোগ্য!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন