রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১০

♫♫♫ বীণা বাজে রে ভূবণ জুড়ে

বীণা বাজে রে ভূবণ জুড়ে
আমারই শ্রবণে সে থাকে সে দূরে..

ভোরেরও পাখি গায়, তন্দ্রা ভাঙ্গায়
চিরচেনা সে ভৈরবী সুরে
তার ঘুম কিসে ভাঙ্গে যার দু'নয়ন
সারারাত মরে জ্বলে, জ্বলে পুড়ে

সুখের স্মৃতি বেদনা বাড়ায়
চলারও পথে বাধা দিয়ে যায়
ফুল নেই ফাগুণের মূল্য কী আর?
বরষা হবার আশায় মরে সে ঘুরে

[মনোময়ের গান]

এই ধরণের গান শুনলে মনে হয়, জীবনে গান না শিখে বড্ড ভুল হয়ে গেছে!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন