বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১০

খোলা আকাশ কি অত ভালো লাগতো? যদি...


সকালে অফিস যাওয়াটাও একরকম ঝক্কি। বাসের জন্য লাইনে দাঁড়াতে হয়। ভাগ্য ভালো থাকলে তাড়াতাড়িই ওটা এসে পড়লে ভালো। দেরি হলে অনেক রকম ঝামেলা হয়। একটি মাল্টিন্যাশনাল কোম্পানির মাইক্রো মাঝে মাঝে এসে দাঁড়িয়ে হাঁক দেয়, "বনানী-গুলশান ২"। ভাড়া প্রায় দ্বিগুণ হলেও উঠে পড়ি। অল্প সময়ে এসির ঠাণ্ডায় অফিসে পৌছানো যায়।

এফএম রেডিও'র ইয়ারকর্ড নষ্ট হয়ে পড়ে আছে। ল্যাপটপ কেনার আগে প্রতি রাতে ঘুমানোর আগে ওটাই সঙ্গী থাকত । শুনতাম, কথার ফুলঝুরি। এখন শোনা হয়না। এই মাইক্রোতেই যা শোনা হয়ে ওঠে এখন। আজ অনেক দিন পর একটা গান শুনলাম। রিমেক করা। আসলটা গীতশ্রী সন্ধ্যা মুখার্জির। কিন্তু, নতুন করে কে গেয়েছে ঠাহর করা হলো দায়।

নেটে খুঁজে কখনই কাজের জিনিষ পাইনা। আজ পেলাম। ইউটিউবে।

খোলা আকাশ কি অত ভালো লাগতো
যদি কিছু কিছু মেঘ নাই ঢাকতো?
বল, জীবন কি সুন্দর হত এমন
যদি একটুও ব্যাথা নাই থাকতো?

যদি সারাক্ষণ থাকতাম সামনেই
আমি দেখতাম, আর আমার দাম নেই।
যেন মাঝে মাঝে আড়ালে না হারালে
ঐ মন কী এমন মনে রাখতো?

পাতা ঝরে যায়
আবার রিক্ত শাখা সবুজের শোভাতে সাজাতে
সুর থেমে যায়
আবার আঘাত হেনে সেতারের তারগুলো বাজাতে

সাদা কাগজের মূল্যটা কত আর
কালির আঁচড় না টানা হলে বুকে তার
শুধু আলোটাকে কেউ ভালোবাসতো
যদি ছায়া নাই আলপনা আঁকতো!



কে যেন ইউটিউবে আমার জন্যই আপলোড করে রেখেছে!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন