শুক্রবার, ১ অক্টোবর, ২০১০

বিচ্ছিরি - লোপামুদ্রা মিত্র

তোর নাকি একা একা খালি বসে বসে
স্বপ্ন দেখেই কাটে দিন কোনমতে
তোর নাকি নেই কোন কাজের ছিরি
সাড়া পাড়া জেনে গেছে, তুই বিচ্ছিরি।।

তোর নাকি ঘরদোর চুলোয় গেছে
দিনরাত একাকার আজ তোর কাছে
খেয়ালের হাতে হাত এই বাড়াবাড়ি
সবাই তো বুঝে গেছে এ-ও বিচ্ছিরি।।

তুই নাকি খুব খুব খুব ভালোবেসে
ভালোবাসা পেতে আরও দূরে যাস শেষে
ভালোবাসা মানেনা তো হিসেবের কড়ি
বেহিসেবী তাই তুই খুব বিচ্ছিরি।।

তুই নাকি সবকিছু আগুনের মত
পোড়াতে চেয়েছিস জঞ্জাল যত
সে আগুনে আমিও তো জ্বলেপুড়ে মরি
আমরা তো বলবোই, তুই বিচ্ছিরি।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন