শনিবার, ১৬ অক্টোবর, ২০১০

কোন সে আলোর স্বপ্ন নিয়ে ...

কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমায়
কে ডাকে আয় চলে আয় ...
ছায়ানীল সীমানায়,
ছড়ায় সোনা সূর্য মেঘের গায়ে
ডাকে আয়, আয়রে আয়।


কোন পখি তার দু:সাহসের ডানা মেলে
যায় হারিয়ে অন্ধ মনের আঁধার ঠেলে
এ মন সঙ্গী করে, আকাশের নীল নগরে
আমিও যাবো রে তারই পাখায়।

কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমায়
কে ডাকে আয় চলে আয় ...

চেনা অচেনার পারে
ডেকে ডেকে যে আমাকে
নিয়ে যায়, অজানায়, অভিসারে...

হয়তো ফিরেও দেখবেনা এ ফেরারী মন
ঘর ছেড়ে ঐ শুন্যে ওড়া পাখির মতোন
যাব দেশে-বিদেশে, যেখানে স্বপ্ন মেশে
সে যদি সামনে এসে দু'হাত বাড়ায়

কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমায়
কে ডাকে আয় চলে আয় ...

আহা হা হা হা....উমমম....আহাহাহা...

---
মূল গান: আশা ভোঁসলে'র গলায় 
পূনরায়: শ্রেয়া'র গলায়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন