সোমবার, ৪ অক্টোবর, ২০১০

আমার মনের ময়ুর মহলে

আমার মনের ময়ুর মহলে
এসো আজ প্রেমের আতর ঢেলে দাও। 
বে-গম রাতে তার
গায় তারা ওড়না
দু'চোখে আজ না-হয় ঝাড়বাতি জ্বেলে দাও।।

কালকে কোথায় রবো, সে কি কেউ জানে?
বোঝে কি কখনও কেউ জীবনের মানে?
ভেঙ্গে গেলে বাসর
ফুরালে আসর
দেবো না তো বাধা যদি, বাসি মালা ফেলে যাও।।

সময়েরই ফুলদানি শুন্য তো থাকেনা
যে ফুল শুকায়ে আজ, কাল কেউ রাখেনা।
আরও আর এ-তো
নিয়ম-ই যে এ-তো
বাজি রেখে প্রনয়ের পাশা তুমি খেলে যাও।।

---
খুব, খুব, খুব বেশি প্রিয় গান।
কিশোর কুমারের।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন