বুধবার, ২৭ অক্টোবর, ২০১০

হাইপোথিসিস

অনলাইন বিনোদনের অন্যতম প্রধান অংশ ফেসবুকে বন্ধুদের স্ট্যাটাস বা অ্যাক্টিভিটিতে কমেন্ট করা। সেখানে প্রতি-কমেন্ট থাকে। কথার পিঠে কথা সাজানো। মজার অথচ খোঁচানো কমেন্টেই ঝোঁক বেশি আমার।  হয়তো বন্ধু এতে সামান্য রুষ্ট হয়, তবে মনে হয় বেশিরভাগই জিনিষটাকে ফান হিসাবেই দেখে। না হলে তো ডিলিট হতাম বহু আগেই! অবশ্য হয়েছিও দুয়েকবার।
ইদানীং কমেন্ট কম করছি। খুব বেছে বেছে। জীবনের হাইপোথেটিক্যাল ফিলিংস নিয়েই স্ট্যাটাস আপডেট থাকে বেশিরভাগ বন্ধুর। কমেন্ট করা থেকে খুব কষ্টে সামলাচ্ছি ! হাইপোথিসিস আপাতত আর ভাল্লাগছেনা বলে!
নিজেও তো কম দেইনি এসব।
অফিসের এসি ছেড়ে গতকাল-পরশু লোকাল বাসে চড়ে,  হাতের ত্বক ছিলে ফেলে, সরকারী অফিসে অহেতুক বারো পাক ঘুরে মনে হলো, হাইপোথিসিস একটু কম দিলেই তো পারি!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন