অতীত দিনের স্মৃতি
কেউ ভোলেনা না, কেউ ভোলে।
কেউ দুঃখ লয়ে কাঁদে, কেউ ভুলিতে গায় গীতি।
কেউ শীতল জলদে হেরে অশনির জ্বালা
কেউ মঞ্জরিয়া তোলে তার শুষ্ক কুঞ্জ বীথি
কেউ ভোলেনা, কেউ ভোলে।
কেউ কমল মৃণালে হেরে কাঁটা, কেহ কমল
কেউ ফুল দলি চলে, কেউ মালা গাঁথে নিতি
কেউ ভোলেনা, কেউ ভোলে।
কেউ জ্বালেনা আর আলো তার চিরদুখের রাতে
কেউ দ্বার খুলি জাগে, চায় নব চাঁদের তিথী
কেউ ভোলেনা, কেউ ভোলে।
অতীত দিনের স্মৃতি
কেউ ভোলেনা , কেউ ভোলে।
***
নজরুলের গানে যখনি বুঁদ হয়ে যাই... সেই আফসোসটা বাড়তেই থাকে- কেন গান শিখিনি?
এই ত্রিশ ছুঁই ছুঁই জীবনের কি গান শেখার আর কোন সুযোগ আছে? একসময় পিয়ানো শেখার খুব ইচ্ছে ছিলো। পরে ভায়োলিন। পরে স্কেচ। কিছুই শেখা হলোনা। এমনকি রিসেন্ট 'হুজুগ' ফটোগ্রাফি-ও!
***
দেখা যাক।
ঘুমিয়ে নিই।
তারপর দেখা যাবে!
|
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন