মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০১০

এ খাঁচা ভাঙবো আমি কেমন করে?

এ খাঁচা ভাঙবো আমি কেমন করে?
এ খাঁচা ভাঙবো আমি কেমন করে?


(তু রু তু রু রু রু ...... বাঁশি বাজছে... সেতার বাজবে, ডিং ডাডাং ডাডাং ডাডা...! )

দিকে দিকে বাজলো যখন শেকল ভাঙ্গার গান
আমি তখন চোরের মত
হুজুর হুজুর করায় রত
চাচা আপন বলে বাঁচিয়েছি প্রাণ।

আসলে ভাই একা একা বাঁচার নামে আছি মরে।


ছবিঃ জীবন থেকে নেয়া, ১৯৭০
পরিচালকঃ জহির রায়হান
কণ্ঠঃ খান আতা


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন