সোমবার, ১৪ ডিসেম্বর, ২০০৯

♫ ♫ ♫ হঠাৎ খুব মেঘ করেছে ...


গানটার ভিতর ডুবে গেছি। শুধু শুনছি আর শুনছি।
শীতের কুয়াশার চাদরে অবোধ্য বৃষ্টিবিলাস।
ভালো নয়। ভালো। ভালো নয়।

------------------------------------

হঠাৎ খুব মেঘ করেছে ...
হঠাৎ খুব মেঘ করেছে, বৃষ্টি নামবে চারধার
এমন দিনে শুধু বলা যায়, তোমাকে বড্ড দরকার
বাইরে খুব মেঘ করেছে ...

কদম ফোটা শেষ হয়েছে, বাতাসে শিউলীর গন্ধ
কদম ফোটা শেষ হয়েছে, বাতাসে শিউলীর গন্ধ
অথচ দেখো এমন দিনে, তোমার দরজা বন্ধ।
বাইরে খুব মেঘ করেছে ...

সন্ধ্যে নামছে একটু পরে, সূর্যটা খুন হবে
বুকের ভিতর হাজার নদী, বাইরে বৃষ্টি পড়ে।
চৌদিক থেকে বান ছুটে এসে, ভাঙছে আমার ঘর দুয়ার
বলছে বাঁধছে তবুও বলে যাই, তোমাকে খুব দরকার।

বাইরে খুব মেঘ করেছে ... বৃষ্টি নামবে চারধার
এমন দিনে শুধু বলা যায়, তোমাকে বড্ড দরকার
বাইরে খুব মেঘ করেছে ...
হঠাৎ খুব মেঘ করেছে ...

-------------------------------------
শিল্পীঃ লোপামুদ্রা মিত্র
এলবামঃ ঝড় হতে পারি

রবিবার, ১৩ ডিসেম্বর, ২০০৯

এমনই

সুউচ্চ ভবনের ছাদে উঠলে, চিলের পাখার উপরের ভাগ আমাকে টানে, মনে হয় আমিও ডানা ভাসিয়ে দিই। তার মত। নিচের সবুজ ঘাসের আহবান কে মনে হয় শান্তিঘুমের বিছানা। এখুনি নিজেকে মিলিয়ে দিই সেখানে। উচ্চতার আবাহন হয়তো এমনই।

শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০০৯

♫ ♫ ♫ তোমাকে ভেবে লেখা


মন ভালো নেই, তুমি পাশে নেই

মন ভালো নেই, বার বার মনে হয়, তুমি পাশে নেই


মন ভালো নেই, বার বার মনে হয়, তুমি পাশে নেই

ভাবি ধুর ছাই কেন কাটেনা সময়

সাতটি রঙ্গে তোমাকে খুঁজে বেড়াই

বৃষ্টি শেষে দেখা না পেলে বড় অভিমান হয়

রাত কাটে নির্ঘুম আমি নিশ্চুপ নিঃস্বর ভেবে যাই

ভালোবাসি তোমায় এতটা ...


তোমার হাসিতে হাজার ফুল ফুটে যায়

তুমি না আসলে হাসবে কে আমার বাগিচায়

তোমাকে ভেবে দেখো না এ গান লিখেছি

বুকে সব স্মৃতিগুলো এক করে এই সুর বেঁধেছি

মনে একটায় সুখ আমাকেও খুব ভালোবাসো তুমি তাই

ভালোবাসি তোমায় এতটাই ...


জানি তুমি ভালো নেই আমাকে একা রেখে

ভীষণ কষ্টে আছো আমাকে না দেখে

কত দিন দেখিনি তোমার মুখখানি

ক্ষণিকের জন্য থাকো আজ যেখানে

ফিরে তুমি আসবে আবার এ জীবনে কারণ

ভালোবাসো আমায় এতটাই ...


মন ভালো নেই,

মন ভালো নেই, বার বার মনে হয়, তুমি পাশে নেই

ভাবি ধুর ছাই কেন কাটেনা সময়

সাতটি রঙ্গে তোমাকে খুঁজে বেড়াই

দেখা না পেলে বড় অভিমান হয়

রাত কাটে নির্ঘুম আমি নিশ্চুপ নিঃস্বর ভেবে যাই

ভালোবাসি তোমায় ...


মন ভালো নেই, তুমি পাশে নেই

ভাবি ধুর ছাই এখনই যে চাই

চাই তোমাকে শুধু বলতে

সবটুকু মন দিয়ে সারাক্ষণ...

"ভালোবাসি"

-----------------------------

Get this widget | Track details | eSnips Social DNA

বুধবার, ২ ডিসেম্বর, ২০০৯

দূর্বল

মাঝে মাঝে আমারও
বড় দূর্বল হতে ইচ্ছে করে।

অথচ সেটি হবার জন্য
যথেষ্ট
শক্তি সঞ্চয় করে উঠতে পারিনা।

পারিনা।।

-----------
রিপোস্টঃ
মূল লেখাঃ সামহোয়ারইন

মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০০৯

অবিন্যস্ত পত্র-২ : বন্ধুতা ও সুসম্পর্ক

বন্ধুতা ও সুসম্পর্ক- এ দু'টির মধ্যে সুক্ষ্ণ পার্থক্য আছে। যাদের সঙ্গে আপনার সুসম্পর্ক আছে, "কী খবর, কেমন আছো? দিনকাল কেমন কাটছে?" এগুলো খুব সহজেই বলতে পারবেন। চমৎকার জবাব পাবেন। একটু ভালো লাগবে। মন ভালো হবে। নিজেকে আগের চেয়েও একটু বেশি গুরুত্বপূর্ণ মনেও হতে পারে।

অথচ, বন্ধুর কাছে আপনি আপনার দমকে ছুটে আসা আচমকা অনুভূতির প্রকাশ করতে পারেন, কাঁদতেও পারেন তাকে জড়িয়ে ধরে...তবুও, তবুও তারা বিরক্ত হবেনা। আপনাকে অনুভব করবে।

আমার বন্ধু খুব কম। সুসম্পর্কের শুভাকাঙ্খী নেহাত মন্দ নয়! নিজ অবস্থানে সবাইকেই ভালোবাসি।

আমি নিঃসঙ্গ। সেটাই। কে নিঃসঙ্গ নয়? এজন্যই কী বলে, "জনারণ্যে নিঃসঙ্গ পথিক"? আমি তো সেই ছোট্টটি থেকেই একা সম্পূর্ণ একা। চিন্তা চেতনায়, বাস্তবে। এজন্য হয়তো অহংকারী খেতাবও জুটেছে বেশ ক'বার। কী জানি!

ভালো থাকুন। বরাবরের মতই।
যাত্রা শুভ হোক।
শুভ হোক আলোচ্য পড়াশুনার সূচি!