বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১০

I-S

No one can make you inferior without your consent.

or

The most superior is the most humble.


কেন বারেবারে ভুলে যাই এই স্বতঃসিদ্ধ কথাগুলো?
কেন কেন কেন!

বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০১০

... তবে স্নান করে নেবো তোমার চোখের আসন্ন বরষায় [ত্রিমাত্রা]

আমি সুখের বদলে দুঃখ নেবোনা, তোমাকেই পারি নিতে
আমি আমার বদলে আগুন নেবোনা, বৃষ্টির ধরণীতে।

যদি সারাদিন ধরে মেঘ চেয়ে চেয়ে ফিরেই চলে যায়
তবে স্নান করে নেবো তোমার চোখের আসন্ন বরষায়।

সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০১০

“তবুও জানি প্রিয় একদা নিশিথে, মনে পড়ে যাবে আমারে চকিতে।


ভুল করে যদি ভালোবেসে থাকি
ক্ষমিয় সে অপরাধ
অসহায় মনে কেন জেগেছিলো
ভালোবাসিবার সাধ।

রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১০

শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১০

অমুক বাবু এবং সাদা/কালো

অমুক বাবু বাজারে চললেন
বহুদিনের সঙ্গী থলি হাতে ঝোলালেন।

শেষের দিকে পকেট টান
বড্ড ভোগায় মাসটি
এ মাস তো আরও মধুর
আজ জামাই ষষ্টি

২৫ সেপ্টেম্বর ২০১০

ড্রাফট ১:

আজ ২৫ সেপ্টেম্বর ২০১০।
বিশ বছর আগের এই দিনটা অন্যরকম হলে, আজকের এই শনিবারটাও অন্যরকম হতে পারতো।
হতে পারতো আনন্দময় একটা সন্ধ্যা। যেটা এখন ঢাকা নিজস্ব বিষাদে।

বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১০

খোলা আকাশ কি অত ভালো লাগতো? যদি...


সকালে অফিস যাওয়াটাও একরকম ঝক্কি। বাসের জন্য লাইনে দাঁড়াতে হয়। ভাগ্য ভালো থাকলে তাড়াতাড়িই ওটা এসে পড়লে ভালো। দেরি হলে অনেক রকম ঝামেলা হয়। একটি মাল্টিন্যাশনাল কোম্পানির মাইক্রো মাঝে মাঝে এসে দাঁড়িয়ে হাঁক দেয়, "বনানী-গুলশান ২"। ভাড়া প্রায় দ্বিগুণ হলেও উঠে পড়ি। অল্প সময়ে এসির ঠাণ্ডায় অফিসে পৌছানো যায়।

এফএম রেডিও'র ইয়ারকর্ড নষ্ট হয়ে পড়ে আছে। ল্যাপটপ কেনার আগে প্রতি রাতে ঘুমানোর আগে ওটাই সঙ্গী থাকত । শুনতাম, কথার ফুলঝুরি। এখন শোনা হয়না। এই মাইক্রোতেই যা শোনা হয়ে ওঠে এখন। আজ অনেক দিন পর একটা গান শুনলাম। রিমেক করা। আসলটা গীতশ্রী সন্ধ্যা মুখার্জির। কিন্তু, নতুন করে কে গেয়েছে ঠাহর করা হলো দায়।

নেটে খুঁজে কখনই কাজের জিনিষ পাইনা। আজ পেলাম। ইউটিউবে।

খোলা আকাশ কি অত ভালো লাগতো
যদি কিছু কিছু মেঘ নাই ঢাকতো?
বল, জীবন কি সুন্দর হত এমন
যদি একটুও ব্যাথা নাই থাকতো?

বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০১০

এবি'র গানে নস্টালজিয়া

একটা সময় 'ব্যান্ড' সঙ্গীত বলতে গেলে একরকম 'ব্যান্‌ড' আমাদের ঘরোয়া পরিবেশে। পুরনো গান শুনতে অভ্যস্ত ছিলাম। হঠাৎ করে ক্লাস নাইনে বা টেনে উঠে পেলাম সেই সব 'ব্যান্ড' গানের স্বাদ। জেমস, মাকসুদ আর এবি-আইয়ুব বাচ্চু। কী যে ভালো লাগতো শুনতে! ক্যাসেটের ফিতায় বেছে বেছে গান রেকর্ড করিয়েছি। খাতায় লিখে রেখেছি গানের কথা। কার সংগ্রহে কতগুলো গান, কার জানা কত গান। নতুন এলবামের কোন গানটা ভালো। কখনও মনে হতো, এত গান ব্যান্ডের, কোনটা রেখে কোনটা ফিতায় রেকর্ডিং করে আনি। ভবিষ্যতে তো আরও গান গাইবে এই শিল্পীরা। এত ক্যাসেটের ফিতা রাখার জায়গা কোথায় বাসায়? স্তুপ জমে যাবে যে!

মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০১০

পরে লিখবো

ধরা পড়ে যায় দেহটা শুধু, ধরা পড়বে না মন।
ধরা না পড়ার হাওয়ায় দুলছে সুদূরের শালবন।
...
...
আমার কান্না আগুন জ্বালালে, আমি সন্ত্রাসবাদী।
...
...

শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০১০

আবোল তাবোল

১। ঘুমের টাইম হইছে
২। ভূমিকম্প হইলো, বিল্ডিং নাকি কাঁপতেছিলো!
৩। মাথা এমনিতেই ঘুরতেছিলো, টের পাইনাই।
৪। সাবধানতা অবলম্বন করা দরকার
৫। মশারী টানাইলাম।
৬। রাইতে যদি আবার ভূমিকম্প আসে?
৭। সাবধানের মাইর নাই।

শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০১০

♫♫♫ প্রিয় দেশ আমার বাংলাদেশ


জোনাকি রাতের শেষে আশাবাদী ভোর
দিন শেষে রাত আনে স্বপ্নের ঘোর
এই যে রাতদিন সীমাহীন কত আশা
এ মনে জাগে কী সোহাগে ভালোবাসা
প্রাণে প্রাণে কী আশা…